বরগুনা প্রতিনিধি ::: বরগুনার প্রথিতযশা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বরগুনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন দাস মারা গেছেন। শুক্রবার (৯ ফ্রেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে পৌর শহরের আমতলার পাড় এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি।
সাংবাদিক স্বপন দাস আশির দশকে বরগুনার স্থানীয় সাপ্তাহিক পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। তিনি ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একজন নাট্যাভিনেতা ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন।
স্বপন দাসের মৃত্যুতে বরগুনা প্রেস ক্লাব, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন, জেলা অনলাইন সাংবাদিক ফোরাম, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, ভোরের পাতা পরিবার, বরগুনা পৌরসভা, বিভিন্ন সংগঠনসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।