বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে অস্বীকার করলো স্বামী, এলাকজুড়ে তোলপাড়

নাসির শরীফ, উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতায় ২ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে স্বামী অস্বীকার করেছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী নারী।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ হারতা গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে ফেরদাউস হাওলাদার (৩০) এর সাথে মাদারীপুর উপজেলার মিঠাপুর গ্রামের মৃত আজিজ ফকিরের মেয়ে রুমা আক্তারের (২৮) প্রেমের সম্পর্কে ৮ বছর পূর্বে বিবাহ হয়। বিয়ের পর থেকে তারা ঢাকায় বসবাস করতো। এমনকি রুমা আক্তার তার স্বামী ফেরদাউসের কথামতো গর্ভের বাচ্চা নষ্ট করেছিলো। এছাড়াও ওই নারীকে বিয়ের নামে প্রতারণা করে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এছাড়া বর্তমানে রুমা আক্তার ২ মাসের অন্তঃসত্ত্বা হয়। এরপর কিছুদিন পূর্বে রুমা আক্তার লোকমুখে জানতে পারে তার স্বামী ২য় বিবাহ করে। এ বিষয়ে তার স্বামীর কাছে জানতে চাইলে সে ২য় বিবাহের কথা স্বীকার করে। এরপর প্রতারক ফেরদাউসের স্ব-পরিবার মিলে রুমা আক্তারকে মেবাইল ফোনে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। কোন উপায়ন্তর না পেয়ে রুমা আক্তার আজ (২৩ মে) দুপুরে উজিরপুর উপজেলার হারতায় তার স্বামীর অধিকারের দাবীতে ছুটে গেলে তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

প্রতারণা ও নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী রুমা আক্তার বাদী হয়ে ফেরদাউস হাওলাদার ও মুন্নি বেগম, মর্জিনা বেগম ও কুদ্দুস হাওলাদারের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে ওই প্রতারককে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী নারী।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp