বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে অফিসে ঢুকে ভূমি কর্মকর্তার ওপর হামলাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::: ভূমি কর্মকর্তার কাছে অনৈতিক সুবিধা চেয়ে না পাওয়ার ক্ষোভে ভূমি অফিসে ঢুকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার (তহসিলদার) ওপর হামলা চালিয়ে অফিসের গুরুত্বপূর্ন কাগজপত্র বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় কাওসার হোসেন মিঠু (৪৫) নামের ওই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন ভূমি অফিসের। গ্রেপ্তারকৃত কাওসার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুড়িরচর গ্রামের গনি হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে সরিকল ভূমি অফিসে জমির পর্চা নিতে এসে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরদার মজিবর রহমানের কাছে অনৈতিক সুবিধা দাবি করেন কাওসার। এসময় মজিবর রহমান তাকে (কাওসার) অনৈতিক সুবিধা না দেয়ায় অফিসের মধ্যে বসেই অর্তকিতভাবে হামলা চালিয়ে মজিবর রহমানকে আহত করার পাশাপাশি অফিসের গুরুত্বপূর্ন ফাইল বিনষ্ট করে। এসময় ভূমি অফিসের অন্যান্য কর্মচারীরা কাওসারকে আটক করে বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বন কর্মকর্তাদের অবহিত করেন। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাওসারকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ওইদিন রাতেই হামলাকারী কাওসারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

গৌরনদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পর আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp