নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যান্টিনের ফ্রিজে আগের দিনের পচা-বাসি খাবার পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়।
বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, হোটেল, রেস্তেরাঁসহ যেকোনো সেবামূলক প্রতিষ্ঠানে মানুষ যখন এসে খাওয়া দাওয়া করবে তখন তাকে টাটকা ও ফ্রেশ খাবার বিতরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটায় ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যান্টিনকে সতকর্তামূলকভাবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যাতে খাবারের মান ঠিক রাখে এবং পরিচ্ছন্নভাবে পরিবেশন করা হয় সেজন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরে ভোক্তা অধিকার টিম নগরীর হাটখোলায় একটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ৩ হাজার টাকা জরিমানা করে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস। এ সময় মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহযোগিতা করেন।