নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মোঃ আহসানুল হক মানিক (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় নগরীর নথুল্লাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আহসানুল হক মানিক রুপাতলীর মৃত জিয়া উদ্দিন আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন বিসিসি ২৮নং ওয়ার্ডস্থ চহুতপুর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড মুকুন্দ দাস কালী মন্দির সংলগ্ন রিফাত স্টোর নামক দোকানের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আহসানুল হক মানিককে ৭০ পিস ইয়াবা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আহসানুল হক মানিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।