নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে দেশের সর্বাধিক জনপ্রিয় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (১৬ অক্টোবর) কালবেলা বরিশাল ব্যুরো অফিসের আয়োজনে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করা হয়। এ আয়োজন ঘিরে রাজনৈতিক, সাংবাদিক এবং সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দের মিলন মেলায় পরিণত হয় বরিশাল প্রেসক্লাব চত্বর।
এর আগে নতুন আঙ্গীকে কালবেলার পথচলার দ্বিতীয় বার্ষিকী উদ্যাপনে বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালবেলা বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষার।
অনুষ্ঠানে অংশগ্রহণ এবং কালবেলার সাফল্য কামনা করে আলোচনা করেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, বরিশাল জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান শাহ্ আলম, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, ছাত্র আন্দোলন সম্পাদক খাজা আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ মহসিন উদ্দিন, বরিশাল জেলা স্বাধীনতা ফোরামের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, ছাত্রদল নেতা শাহরিয়ার তুষার প্রমুখ।
এসময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আধুনিক সাংবাদিকতায় দৈনিক কালবেলার সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় কালবেলার সাফল্য কামনা করেন তারা। আলোচনা পরবর্তী কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন অতিথিবৃন্দ। পরে বিএনপি এবং জামায়াতের পক্ষ থেকে কালবেলা ব্যুরো প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান মহানগর নেতৃবৃন্দ।
এসময় কালবেলার জেলা প্রতিনিধি জেআই জুয়েল, বানারীপাড়া প্রতিনিধি সুজন মোল্লা, গৌরনদী প্রতিনিধি মো. হাসান, হিজলা প্রতিনিধি ইমরান, মুলাদী প্রতিনিধি রবিন রাঢ়ি, বাকেরগঞ্জের উত্তম দাস প্রমুখ।
অপরদিকে, কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১২টার দিকে প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালবেলা ব্যুরো প্রধান আরিফিন তুষারকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক আলম রায়হান, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এমএম আমজাদ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক এম. জহির, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, এম. মোফাজ্জেল, আব্দুর রাজ্জাক ভূঁইয়া, পাঠাগার সম্পাদক খান রুবেল, সদস্য জাকির হোসেন, জিয়াউদ্দিন বাবু, মঈনুল ইসলাম সবুজ, বণিক বার্তার ব্যুরো প্রধান এম. মিরাজ হোসাইন, যুগান্তরের নাসির উদ্দিন, দেশ টিভির শাহিন সুমন, ঢাকা পোস্টের সৈয়দ মেহেদী, কালের কণ্ঠের এম. সুহাদ, আরটিভির প্রতিনিধি আরিফুর রহমান, আনন্দ টিভির মিলন, মানব কণ্ঠের ফাহিম ফিরোজ, আজকের বার্তা মেহেদী তামিম, দৈনিক মতবাদের ফটো সাংবাদিক কামরুজ্জামান জুয়েল রানা, আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।