নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে সুন্নতে খতনা করাতে গিয়ে তাহসিন (৭) নামের এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে হাজামের বিরুদ্ধে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে বাকেরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা।
তাহসিন বাকেরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের আল আমিন হাওলাদারের ছেলে।
ভুক্তভোগী শিশুর বাবা মো. আল আমিন হাওলাদার বলেন, উপজেলা পাদ্রীশিবপুর ইউপির অরেচ আলী হাজামের পুত্র শাহজাহান হাজামকে ছেলের মুসলমানি করানোর জন্য ডাকা হয়। তিনি বাড়ি এসে ছেলের সুন্নতে খতনা করার সময় গোপনাঙ্গের সামনের অংশ না কেটে পুরুষাঙ্গের অর্ধেক পরিমাণ কেটে ফেলেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাৎক্ষণিক তাহসিনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’’