বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে ছবি তুলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::: বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ব্লকের ওপর থেকে পা পিছলে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ভাঙ্গার পাড় এলাকায় কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (৮ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মো. আবির হাসান হিরা (১৭) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাছনাপাড়া মদিনাবাদ এলাকার মো. রাশেদের ছেলে এবং বরিশাল নগরীর অমৃত লাল দে কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র।

আবিরের সহপাঠী মো. হৃদয় বলেন, তারা চার সহপাঠী মিলে কীর্তনখোলা নদীর বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ভাঙার পাড় এলাকায় বেড়াতে যান। এক পর্যায়ে কীর্তনখোলা নদীর তীরের ভাঙন প্রতিরোধে ফেলা ব্লকের ওপর উঠে ছবি তুলছিল হিরা। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায় সে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাদের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। তারা নদীতে ১৭ মিনিট তল্লাশি চালিয়ে হিরার লাশ উদ্ধার করে। লাশ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল সদর নৌ-পুলিশের ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp