নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের মুলাদীতে স্যালো ইঞ্জিনচালিত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে মুলাদী-বরিশাল সড়কের কাজিরচর ইউনিয়নের চরকমিশনার বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে হুমায়ুন কবির (৪০) এবং একই এলাকার তাজুল মাস্টারের ছেলে কামাল মোল্লা (৪০)।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পথচারী রাতুল হোসেন জানান, মোটরসাইকেলটি মুলাদীর দিক থেকে এসে মীরগঞ্জ ফেরিঘাটের দিকে যাচ্ছিল। বাদামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্যালো ইঞ্জিনচালিত ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজন ছিটকে পড়লে ট্রাকটি তাদের ওপরে উঠে যায়। পরে পথচারীরা তাদের দুজনকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবৈধ ওই যানটির লাইট ছিল না।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান বলেন, তাদের দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তারা মোটরসাইকেলে করে হিজলা থেকে বরিশাল যাচ্ছিলেন। হুমায়ুন কবির বরিশাল আশা এনজিওতে চাকরি করতেন।