শাকিব বিপ্লব ::: রাজনীতিতে শেষ বলে কথা নেই, তদ্রুপ বরিশাল রাজনীতিতে নাটকের শেষ নেই। বিশেষ করে ক্ষমতাসীন দলের মধ্যে বিভাজনের রাজনীতিতে এই প্রচলিত কথাটি যেন একই মূদ্রার এপিঠ-ওপিঠ। মাস কয়েক পূর্বে মেয়র পদে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার খবরে মুহূর্তেই শুরু হয়ে যায় বিভিন্ন দিবস ও কর্মসূচি উপলক্ষে টাঙ্গানো সাদিক আব্দুল্লাহর ছবি সম্বলিত বিলবোর্ড ব্যানার অপসারন। সেই স্থানে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের বিশালকায় ছবির সাথে অভিনন্দন বার্তা জানিয়ে বিলবোর্ড-ব্যানারে কীর্তণখোলা নদীর তীরবর্তী এই শহর ভিন্ন রূপে সজ্জিত হয়ে ওঠে। স্লোগান ওঠে সাদিক আব্দুল্লাহর দিন শেষ, খোকন সেরনিয়াবাতের অধ্যায় শুরু। অবশ্য সাদিক আব্দুল্লাহ দীর্ঘদিন ঢাকায় থাকার পর সিটি নির্বাচন অনুষ্ঠান শেষে বরিশাল প্রত্যাবর্তনে পাল্টে যায় সার্বিক সেই চিত্রপট। এই নেতার আগমন উপলক্ষে বড়সর শো-ডাউন দিয়ে নূতন মাত্রার রাজনীতি শুরু করলে নব-নির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাতকে নিয়ে তুমুল উন্মাদনা যেন ধপ করে নিভে গিয়ে আপাতত নিশ্চুপ হয়ে যায় তার সমর্থিত কর্মী-সমর্থকরা। এখন সারা শহর জুড়ে বিদায়ী মেয়র সাদিক আব্দুল্লাহর বিলবোর্ড ব্যানারে দৃশ্যত প্রতীয়মান হয় যে, এই নেতার যেন নূতন অধ্যায় শুরু হয়েছে, প্রকাশ পেয়েছে তার আগামীর রাজনীতির গতি-প্রকৃতি এবং অভিষ্ট লক্ষ্য।
নগরীর গুরুত্বপূর্ণ স্থানে টাঙ্গানো বিশালাকায় বিলবোর্ডে বিভিন্ন ধাপের নেতারা তাদের নাম পরিচয় তুলে ধরে সাদিক আব্দুল্লাহকে আগামী সংসদ নির্বাচনে বরিশাল সদর ৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার আকাঙ্খা ব্যক্ত করেছে। ফলে তিনি যে, প্রার্থী হতে চান এবং সংসদ নির্বাচন নিয়ে নূতন মাত্রার রাজনীতি শুরু করেছেন সেই আভাস-ইঙ্গিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাচ্ছে। সেই সাথে গুঞ্জনও বাড়ছে আসলেই কি সাদিক আব্দুল্লাহ স্থানীয় রাজনীতিতে নেতৃত্ব ও ক্ষমতার ভারসাম্য ধরে রাখতে সংসদীয় প্রার্থী হচ্ছেন অথবা দলীয় মনোনয়ন আদৌ পাবেন কিনা? এই নেতা এমন আকাঙ্খায় যেভাবে বরিশালের রাজনীতির মাঠ ঝাঁকিয়ে তুলেছেন তাতে সংগত কারনে বিভিন্ন মহলে ধারণা জাগ্রত হয়েছে সাপে-নেউলে সম্পর্কে চাচা খোকন সেরনিয়াবাতের সাথে টক্কর দিতেই তিনি আগামী দ্বাদশ নির্বাচন নিয়ে এখনই একটি প্রেক্ষাপট তৈরী করে নেতা-কর্মীদের উজ্জীবিত রাখছেন। অথবা কেন্দ্রীয় হাই-কমান্ডের কোন একটি অংশ থেকে গ্রীন সিগন্যাল পেয়েই তিনি সংসদীয় প্রার্থী হিসেবে প্রস্তুতি নিয়েছেন এবং আকাঙ্খা পূরনে নেতা-কর্মিদের মাধ্যমে বরিশাল সদর আসনে তাকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার জোড়ালো আওয়াজ তুলেছেন।
স্থানীয় ক্ষমতাসীন দলের মধ্যে নেতৃত্বের টানা-পোরনের দৌড়ে সাদিক আব্দুল্লাহ যে, মেয়র পদ থেকে বিদায় নেয়ার পর সংসদীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছেন সে সংক্রান্তে একটি ধারনা প্রসূত প্রতিবেদন চলতি মাসের প্রথমেই প্রকাশিত হয়েছিলো অনলাইন নিউজ পোর্টাল বরিশাল ক্রাইম নিউজে। যদিও সাদিক আব্দুল্লাহ নিজে থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তার এই আকাঙ্খার কথা ব্যক্ত করতে শোনা যায়নি। ফলে প্রকাশিত ওই সংবাদটি যে ভেগ নয় তার প্রমাণ সারা নগরীতে সদর আসনের প্রার্থিতা চাওয়া নিয়ে এই নেতার সমর্থনে শোভা পাওয়া বিলবোর্ড ও ব্যানার। নানা সূত্র জানায়, একাদশ নির্বাচন নিয়ে এ ধরনের আকাঙ্খা সম্বলিত বিলবোর্ড মূলত সর্বপ্রথম ঢাকা নগরীতে দেখা যায়। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ’র ছবি দিয়ে তার অনুসারীরা সাংসদে প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার দাবী জানিয়ে সারা ঢাকা শহরজুড়ে ছোট ছোট ব্যানারে ছেয়ে গেছে।
রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের অভিন্ন ধারনা, মূলত অনুষ্ঠিত ঢাকা ১৩ আসনে সাম্প্রতিক নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যাশায় পরশের অনুমতি ক্রমেই নেতা-কর্মীরা এ ধরনের দাবী প্রতীকৃতি স্বরূপ তুলে ধরেছে রাজনৈতিক কৌশলগত কারনে। শেষমেষ ঢাকা ১৩ আসনে তিনি মনোনয়ন না পেলেও সম্ভব্য একটি প্রেক্ষাপট তৈরী করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর যে কোন আসন থেকে দলীয় প্রার্থী হতে ইচ্ছুক এবং সে অনুযায়ী মানুষিকভাবে প্রস্তুতিও নিয়েছেন বলে শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে তার টার্গেট হচ্ছে ঢাকা ১০ আসনে গত দ্বাদশ নির্বাচনে তার ছোট ভাই ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সংসদ নির্বাচিত হওয়ার পর ঢাকা দক্ষিণের মেয়র পদে অসীন হলে ওই আসনটি ছেড়ে দিলে ব্যবসায়ী সফি উদ্দিন ওরফে মহিউদ্দিন উপ-নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। তবুও ধানমন্ডি-ঝিকাতলা, নিউ মার্কেট-এলিফেন্ট রোড এলাকা নিয়ে গঠিত এই আসনে এখনো ফজলে নূর তাপসের একচ্ছত্র আধিপত্য রয়েছে। বর্তমান সাংসদ মহিউদ্দিনের সাথে এই পরিবারের সম্পর্ক ভালো যাচ্ছে না। সাদিক আব্দুল্লাহ সম্পর্কে ফুপাতো ভাই যুবলীগ চেয়ারম্যান শেখ পরশের সেই রাজনৈতিক কৌশল যে অনুসরন করেছেন তা দু’জনের অভিন্ন সাদৃশ্য বিলবোর্ড বলে দেয়।
অবশ্য এই নেতার বিরোধী বলয় নব-নির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত ও বর্তমান সদর আসনের সংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রীর অনুসারীরা সাদিক আব্দুল্লাহর এ ধরনের আকাঙ্খাকে হাসির ছলে উড়িয়ে দিয়ে আমলে নিতে চাচ্ছে না। এ প্রসঙ্গে মহানগরের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. আহাম্মদ কবির বলেন, সংসদীয় প্রার্থিতা যে কেউ চাইতে পারেন কিন্তু যোগ্যতার মাপকাঠী বিবেচনার একটি বিষয় নিহিত রয়েছে। এর বাইরে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। পক্ষান্তরে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুসের অভিমত হচ্ছে, সাদিক আব্দুল্লাহ রাজনীতিতে তার শক্ত-পোক্ত অবস্থান থেকে সংসদীয় নির্বাচনে দলীয় মনোনয়ন চাওয়াটাই স্বাভাবিক। প্রথম জন খোকন সেরনিয়াবাত, দ্বিতীয়জন সাদিক আব্দুল্লাহর ঘরনার রাজনীতির সাথে জড়িত এই দুই নেতার দুই রকম মন্তব্যে সেই কথাই প্রমাণ করে যে, সাদিক আব্দুল্লাহর মনোনয়ন চাওয়া নিয়ে দুই ধারার নেতা-কর্মীরা দুইভাবে দেখছে। খোকন সেরনিয়াবাত সমর্থিতদের ধারনা একই শহরে চাচা-ভাতিজা দুটি গুরুত্বপূর্ণ পদে অসীন হওয়ার প্রেক্ষাপট রচনায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তত এমন সিদ্ধান্ত নিবেন না। সে ক্ষেত্রে আত্মীয়করনে রাজনৈতিক বিতর্কের বিষয়টি মূল্যায়ন করে তিনি একেবারে শেষ প্রান্তে গিয়ে বরিশাল সদর আসনের প্রার্থিতা ঘোষণা করতে পারেন বলে কেন্দ্রীয় একজন প্রভাবশালী নেতা এমন মন্তব্য করেছেন।
আবার রাজনৈতিক একটি সূত্র বলছে, সাদিক আব্দুল্লাহর শক্তিমাত্রার বিবেচনায় নির্বাচন পর্যন্ত রাজপথ দখলে রাখতে দলীয় সভানেত্রী কৌশলগত কারনে সাদিক আব্দুল্লাহকে মাঠে আপাতত টিকিয়ে রাখছেন। যে কারনে নিজের প্রার্থিতা নিয়ে বর্তমান সংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম অনেকটাই নির্ভার। ক্ষমতাসীন দল ঘনিষ্ট দায়িত্বশীল পদে থাকা কারো কারো ধারনা এবার সম্ভবত কেন্দ্রীয় আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক বরিশাল সদর আসন থেকে নির্বাচন করতে পারেন বিশেষ করে ‘সাদিক ঠেকাও’ শ্লেøাগান তুলে। এর যৌক্তিকতা তুলে ধরে দায়িত্বশীল ওই মহলটির ভাষ্য হচ্ছে, প্রধানমন্ত্রীর ইচ্ছায় রাজনীতিতে অনবিজ্ঞ খোকন সেরনিয়াবাতকে বরিশালের মেয়র হিসেবে নির্বাচিত করে স্থানীয়ভাবে নেতৃত্বের পালাবদলে নয়া মেয়রকে সহায়তা দিতেই নানককে বরিশাল মুখী করার সম্ভাবনাই বেশি। এর আরো কারন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম নয়া মেয়রকে সহায়তা এবং সাদিক আব্দুল্লাহর সাথে টেক্কা দেয়ার মতো দূরদর্শী সম্পন্ন নেতা নয়।
কিন্তু মাঠের প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। সাদিক আব্দুল্লাহ মেয়র পদে থেকেও এবার মনোনয়ন বঞ্চিত হওয়ার পিছনেও বহুমুখী কারন থাকলেও বর্তমান সরকার বিরোধী আন্দোলন মোকাবেলা এবং জাতীয় নির্বাচনে আসনটি ধরে রাখতে এই যুববয়সী নেতার রাজনৈতিক কারিশমা এবং গোটা মাঠ তারই দখলে থাকায় প্রার্থিতা চূড়ান্তকরন নিয়ে এক জটিল সমিকরনের মুখোমুখি হতে পারে আ.লীগের সাংগঠনিক হাই-কমান্ড। এমন বিবেচনায় অনেকে সাদিক আব্দুল্লাহকে বরিশাল সদর আসনের আগামীর সংসদ হিসেবে ভাবছেন। একটি নির্ভরযোগ্য সূত্রের অভিমত, এই ভাবনা থেকেই জাহিদ ফারুক শামিম, খোকন সেরনিয়াবাত, জাহাঙ্গির কবির নানক ও আমির হোসেন আমু অন্তত চাচ্ছেন না কোনভাবেই সাদিক আব্দুল্লাহ দলীয় প্রার্থী হোক। যেমনটি চেয়ে পদক্ষেপ রেখে সফল হয়েছিলেন মেয়র পদ থেকে সাদিক আব্দুল্লাহকে সাংগঠনিক কায়দায় সরিয়ে দিতে মনোনয়ন বঞ্চিত করা। এবার এমন ভাবনা মাথায় রেখে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও মনোনয়ন বোর্ডের সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল কেন্দ্রিক নিজের রাজনৈতিক অস্তিত্ব ও পুত্র সাদিক আব্দুল্লাহর নেতৃত্ব ও ক্ষমতা ধরে রাখতে সিটি নির্বাচনের মনোনয়ন নিয়ে তিক্ত অভিজ্ঞতা থেকে এখুনি বরিশাল সদর আসনের প্রার্থিতা নিজ বলয়ের অনুকূলে আনতে মনোনয়ন বোর্ডের বেশ কয়েকজন প্রভাবশালী সদস্যকে একত্রিত করার প্রক্রিয়ায় অগ্রসর হয়েছেন। সেই সাথে বঙ্গবন্ধুর পরিবারের বৃহৎ একটি অংশকে সাদিকের পক্ষে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ রাখার দৈব-দাওয়াই দিয়ে প্রস্তুত করেছেন।
সেরনিয়াবাত পরিবারের একটি ঘনিষ্ট সূত্রের এমন দাবীর বাস্তবতাই হচ্ছে, সাদিক আব্দুল্লাহ আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে বর্তমানে তোড়জোড় পরিস্থিতি। সাদিক আব্দুল্লাহও অতীত ভুল ত্রুটি আমলে এনে একটি অনুকূল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চান, যাতে নেতৃত্ব ও ক্ষমতা ধরে রাখতে রাজনীতিতে ভিন্ন ধারায় পথ চলে যে ভাবেই হোক জাতীয় নির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করার পরিবেশ সৃষ্টি করা যায়। আভাস পাওয়া গেছে যে, সেই পরিকল্পনার আলোকেই গোটা বরিশালে এমনভাবে তার সংসদীয় প্রার্থী হওয়ার আওয়াজ তোলা হয়েছে যে, শুধু নগরী নয়, গ্রাম-গঞ্জের যে দিকেই তাকানো যায় সেদিকেই সাদিক আব্দুল্লাহর বিশালাকায় ছবি দিয়ে তার প্রার্থী হওয়ার আকাঙ্খার বিলবোর্ড শোভা পাচ্ছে। পাশাপাশি দলীয় সকল কর্মসূচি তার নেতৃত্বেই পালিত হচ্ছে, সৃষ্টি করছে তার পক্ষে এক ধরনের গণজোয়ার। বিপরীতে সাদিক আব্দুল্লাহকে বরিশাল রাজনীতি থেকে মাইনাস করার যে পরিকল্পনা নেয়ায় কথা রাজনৈতিক অঙ্গনে ভেসে বেড়াচ্ছিল তার ¯্রােত এখন কাকতালীয়ভাবে উল্টো দিকে বইছে। অবশ্য দলের মধ্যেকার সুশীল অংশটি মনে করছে সাদিক আব্দুল্লাহর এখন অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে তার বেশ কয়েকজন বিতর্কিত রাজনৈতিক সহচরকে সরিয়ে দেয়ার পাশাপাশি আচার-ব্যবহার মনমুগ্ধকরভাবে উপস্থাপন করা এবং স্থানীয় প্রশাসনের সাথে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা বুদ্ধিমত্তার আলোকে লাঘব করার বিকল্প নেই।
এদিকে খোকন সেরনিয়াবাত মেয়র মনোনয়ন পাওয়ার পর পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে যৌথ নেতৃত্ব দিয়ে বরিশাল রাজনীতিতে হঠাৎ করে দলের নিয়ন্ত্রণ নেয়ার পর তার কর্মি-সমর্থকদের মধ্যে এক ধরনের উদ্দীপনা এবং সাদিক আব্দুল্লাহর পাশ থেকে অনেকে সরে এসে এই শিবিরে যুক্ত হলেও এখন তাদের সেই দৌড়-ঝাঁপ আর দেখা যাচ্ছে না। এমনকি কিছু কিছু স্থানে খোকন সেরনিয়াবাতকে অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড দেখা গেলেও অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থানে তা ঢাকা পড়ে যাচ্ছে সাদিক আব্দুল্লাহর বিলবোর্ডের ছায়ায়। ফলে বরিশালে ক্ষমতাসীন দলের রাজনীতি এখন মূলত সংসদীয় নির্বাচনের প্রার্থিতা ঘিরে আবর্তিত হতে যাচ্ছে।
তবে সবকিছুই নির্ভর করছে আগামী ১৪ নভেম্বরকে ঘিরে। এই দিন খোকন সেরনিয়াবাত নয়া মেয়র হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বভার বুঝে নেয়ার পর বোঝা যাবে দলের নিয়ন্ত্রণ বা নেতৃত্ব কোন দিকে ধাবিত হচ্ছে। তা থেকেই অনুমান করা যাবে বরিশাল সদর আসনে কোন বলয় থেকে কে চূড়ান্ত প্রার্থী হচ্ছেন। এমন মন্তব্য রেখে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছে, মেয়র খোকনের রাজনীতির গতি প্রকৃতি অনুধাবনে টার্নিং পয়েন্ট হিসেবে ১৪ নভেম্বর মাসের দিকে অনেকে অপেক্ষায় চোখ অপলক রেখেছে।