বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে প্রবাসী ছেলের পাঠানো টাকা আনতে গিয়ে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবদেক ::: বরিশালের মুলাদীতে প্রবাসী ছেলের পাঠানো টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মুলাদী পৌর সদরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম জায়েদা (৭০)। তিনি মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের অলিউল্লাহ মিয়ার স্ত্রী।

নিহতের ছোট ছেলে ইমাম হাসান জানান, প্রবাসী বড় ভাইয়ের পাঠানো টাকা ওঠানোর জন্য মাকে সঙ্গে নিয়ে ব্র্যাক কার্যালয়ে এসেছিলেন। টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির অটোরিকশা তাঁর মাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নেওয়া হলের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp