বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে ব্যবসায়ী হত্যা মামলায় সেই পরকিয়া প্রেমিকা শান্তা ২ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার ::: বরিশাল নগরীতে ব্যবসায়ী মাসুদুর রহমান হত্যা মামলার ২নং আসামী পরকিয়া প্রেমিকা শান্তা (৩২)কে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ মে) দুপুর দেড়টার তাকে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালত-এ হাজির করলে রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট মো.হাবিবুর রহমান চৌধুরী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক জানান, পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। সোমবার তাকে আদালতে হাজির করলে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, পরকিয়া প্রেমিকা শান্তা ও তার সহযোগীদের হামলায় গত ৯ এপ্রিল ব্যবসায়ী মোঃ মাসুদুর রহমান (৪৫) নিহত হন। তিনি নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে। ঐ ঘটনায় মাসুদুর রহমানের ভাই মাহফুজুর রহমান বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২১। বাৎসরিক নম্বর-২০৭।

বাদীর অভিযোগ, মাসুদুর হত্যা মামলা মাসের বেশি পেরিয়ে গেলেও এখনও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ অবস্থায় মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন তিনি। খোঁজ নিয়ে জানাগেছে, নামধারী ৯জন আসামীর মধ্যে ২নং আসামী শান্তা(৩২) ও তার পিতা ৬নং আসামী গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন। মামলা দায়েরের একমাস পর গতকাল ১২ মে সোমবার ২নং আসামী শান্তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকি আসামীরা এখনও ধরাছোয়ার বাহিরে। সূত্রে জানাগেছে, গত ৯ এপ্রিল রাতে বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ডের কলেজ অ্যাভিনিউ জিমি ভবনের ২য় তলায় পরোকিয়া প্রেম ঘটিত বিষয় নিয়ে পরকিয়া প্রেমিকা হাফিজা বেগম শান্তা ও তার সহযোগী আত্মীয় স্বজনদের ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয় ব্যবসায়ী মাসুদুর রহমান। পরে তাকে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল রাতে মৃত্যুবরণ করেন ব্যবসায়ী মাসুদুর রহমান। পরে মাসুদুর রহমানের ভাই মাহফুজুর রহমান দাবী হয়ে মোঃ শওকত মোল্লার পূত্র মোঃ লোকমান হোসেনকে ১নং আসামী, মোঃ শওকত মোল্লার কন্যা হাফিজা বেগম শান্তা(৩২)কে ২নং আসামী, মোঃ শওকত মোল্লার পূত্র মোঃ কাওসারকে ৩নং আসামী, মোঃ কাওসারের পূত্র মোঃ সাজিন(১৮)কে ৪নং আসামী, হারুন অর রশিদ চাঁনের পূত্র মোঃ ইয়াছিন আরাফাত(১৮)কে ৫নং আসামী, মোঃ শওকত মোল্লা(৬০)কে ৬নং আসামী, মোঃ শওকত মোল্লার স্ত্রী কহিনুর বেগম(৫৫)কে ৭নং আসামী, মোঃ কামালের পূত্র মোঃ রুপক(৪০)কে ৮নং আসামী, মোঃ রনি(৩৮)কে ৯নং আসামী সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব রেজা জানান, অভিযুক্ত হাফিজা বেগম ওরফে শান্তার সাথে ভিকটিম মাসুদুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং দীর্ঘদিন থেকে শান্তা তার (নিহত ব্যবসায়ীর) টাকা পয়সা আত্মসাৎ করে আসছে। গ্রেপ্তারকৃত শান্তা ঘটনার দিন ব্যবসায়ী মাসুদুর রহমানকে প্ররোচিত করে তার ভাড়া বাসায় নিয়ে যায় এবং বিয়ে করার জন্য মৌখিকভাবে চাপ প্রয়োগ করে। তবে তাতে রাজি না হলে অভিযুক্ত শান্তা তার অপর সহযোগী অভিযুক্তদের সহায়তায় ব্যবসায়ী মাসুদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। পাশাপাশি ব্যবসায়ী মাসুদুর রহমানের সাথে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ব্যবসায়ী মাসুদুর রহমানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আলোচিত এই মামলার বাদী নিহত মাসুদের ভাই মাহফুজুর রহমানের অভিযোগ, মাদকাসক্ত শান্তা জিমি ভবনের দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাট নিয়ে একা থাকতে এবং তার ভাইকে প্রায়শই সেখানে ডেকে নিতেন। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্কে ছিল, যা পুঁজি করে ভাইয়ের অর্থ লুটেছেন অসৎ চরিত্রের নারী। সর্বশেষ গত ৯ এপ্রিল তার ভাই বেকারির পণ্য ক্রয়ের উদ্দেশ্যে ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে বের হলেও তাকে ফোন করে জিমি ভবনে ডেকে নেন শান্তা। সেখানে তাকে আটকে ভাই লোকমান হোসেন এবং কাওসার হোসেনসহ আরও ১৮/১৯ জনের সহযোগিতায় শান্তা মাসুদকে বিয়ে করতে চাপ দেন। এতে তিনি সম্মত না হওয়ায় টাকাগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করেন আসামীরা।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp