নিজস্ব প্রতিবেদক :: বরিশালে মধ্যরাতে তিন কিশোরকে আটকের পর মুচলেকায় সই রেখে ৭ হাজার টাকা উৎকোচ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমারের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে ওই কিশোরদের ফের আটক করে আদলতে পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন এসআই প্রশান্ত কুমার। এমনটাই অভিযোগ করেছেন কিশোরদের স্বজনরা। এতে করে নিরাপত্তাহীনতা ভূগছেন তারা।
গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৪ টার দিকে নগরীর ২৯ নং ওয়ার্ডস্থ সেন্নাপল্লি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ওই দুপুর ২ টার দিকে স্থানীয় এক যুবকের মধ্যস্থতায় মুচলেকায় সই রেখে ৭ হাজার টাকা উৎকোচ নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
জানা গেছে- বৃহস্পতিবার রাতে সেন্নাপল্লি এলাকায় আড্ডা দিচ্ছিলেন রাজিন, আরাফাত, নিয়াজসহ বেশ কয়েকজন বন্ধু। পরে তাদের মধ্যে রাজিন বাসায় গিয়ে তার মোবাইল খুঁজে না পেয়ে মধ্য রাতে আরাফাত ও নিয়াজকে কল করে সেন্নাপল্লি এলাকায় যায় মোবাইলটি খুঁজতে। এ সময় এয়ারপোর্ট থানার এসআই প্রশান্ত কুমার এসে তাদের নানা প্রশ্ন জিজ্ঞেস করে সন্দেহভাজন হিসেবে থানায় নিয়ে যায়। পরে শুক্রবার দুপুর ২ টার দিকে স্থানীয় বাপ্পি নামের এক যুবকের মধ্যস্থতায় মুচলেকায় সই রেখে ৭ হাজার টাকা উৎকোচ নিয়ে তাদের ছেড়ে দেন।
বিষয়টি জানতে এসআই প্রশান্ত কুমারের মুঠোফোনে কল দিলে তিনি বলেন- মধ্যরাতে ঘুড়তে দেখে সন্দেহভাজন হিসেবে ৩ কিশোরকে থানায় নিয়ে আসা হয়। পরে মুচলেকায় সই রেখে তাদের স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে। উৎকোচ নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- কোন টাকা পয়সা নেয়া হয়নি।
এর কিছুক্ষণ পর ওই কিশোরদের মধ্যে একজনের স্বজনকে কল করে এসআই প্রশান্ত কুমার বলেন- তাদের কিন্তু মুচলেকায় সই রেখে ছেড়ে দেয়া হয়েছে। সাংবাদিকদের টাকার বিষয়টি জানালে তাদের আবার আটক করে থানায় আনা হবে। পরক্ষণে মধ্যস্থতাকারী বাপ্পি নামের সেই যুবক প্রতিবেদককে কল করে বলেন- ভাইজান আমি বাপ্পি, আমি ওই কিশোরদের ছাড়িয়ে এনেছি, এ সময় পুলিশ কোন টাকা নেয়নি। প্রতিবেদকের মোবাইল নম্বর কোথায় পেয়েছেন এমন প্রশ্নে উত্তরে বাপ্পি বলেন- থানা থেকে আপনার নম্বর দিয়েছে। কে মোবাইল নম্বর দিয়েছে এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন- এসআই প্রশান্ত দিয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন- সন্দেহভাজন হিসেবে তিন কিশোরকে থানায় আনা হয়েছিল, পরে মুচলেকায় সই রেখে তাদের ছেড়ে দেয়া হয়েছে। তবে কোন উৎকোচ নেয়ার বিষয়ে আমার জানা নেই। বিষয়টি তদন্ত করে দেখবো।’’