বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক :::: বরিশালের সরকারি গৌরনদী কলেজের ভিপি ছাত্রলীগ নেতা সুমন মোল্লার নেতৃত্বে একই কলেজের ছাত্রসংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফ মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কলেজ ক্যাম্পাসে এবং গৌরনদী বাসস্টান্ডে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীরা গৌরনদী বাসস্ট্যান্ডে ইলিশ পরিবহনের একটি বুকিং কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আহতরা হলেন ছাত্রলীগ নেতা আরিফ মিয়া (২৩), ছাত্রলীগ কর্মী জিহাদ হোসেন (২০), রানা (২২), সাব্বির হোসেন (১৮), সাহেদ আলী (১৮)।

গৌরনদী কলেজ ছাত্রসংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছাত্রলীগ নেতা আরিফ মিয়া জানান, কলেজ ক্যাম্পাসে কয়েকজন বহিরাগত কিশোর মাদক সেবন করলে তাদের বাধা দেয় তার সমর্থকরা। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায় ভিপি সুমন মোল্লার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন আরিফ মিয়ার সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা আরিফ মিয়ার যাত্রীবাহী ইলিশ পরিবহনের বুকিং কাউন্টারে ব্যাপক ভাঙচুর করে এবং কাউন্টারে থাকা ল্যাপটপ মোবাইল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

হামলার বিষয়ে ছাত্রলীগ নেতা ভিপি সুমন মোল্লা বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। ’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইহনগত ব্যবস্থা নেওয়া হবে। ’’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp