নিজস্ব প্রতিবেদক :: মুরগি ঘরে ঢোকা নিয়ে বিরোধে ভাসুরের মারধরে প্রাণ গেলো গৃহবধূ নাসিমা বেগমের (৪৫)। এ ঘটনায় আহত হয়ে তার স্বামী ইহসান শরীফ বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন আছেন।
শনিবার রাত ৮টায় নাসিমা বেগম বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত বুধবার ভাসুর সুলতান শরীফের মারধরে আহত হন নাসিমা বেগম ও তার স্বামী ইহসান শরীফ। তাদের বাড়ি বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের কুন্দিয়ালপাড়া গ্রামে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার সাংবাদিকদের বলেন, এ ঘটনায় ৯ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত নাসিমার ভাই রিয়াজ। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নাসিমার ছেলে কলেজছাত্র নাইম জানান, তাদের একটি মুরগী গত বুধবার তার চাচা সুলতানের ঘরে ঢুকলে সেটি তারা পিটিয়ে মেরে ফেলে। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে তার মা নাসিমা বেগমকে বেদম মারধর করেন চাচা সুলতান। তাকে রক্ষায় এগিয়ে এলে বাবা ইহসানকেও মারধর করা হয়। তিনি কলেজ থেকে ফিরে আহত বাবা-মাকে ওইদিনই শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। শনিবার রাতে তার মা মারা যান।