উজিরপুর প্রতিনিধি ::: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহারে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ২ জন গুরুত্বর আহত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহারে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৭ টার দিকে উজিরপুর উপজেলার আনিসুর রহমান ইউনুস বালীর ছেলে আব্দুল্লাহ বালী(২৮) ও মাহাবুব মীরের ছেলে রাব্বি মীর(২৭), মোটর সাইকেল যোগে সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পাশ হতে পূর্ব পাশে যাওয়ার চেষ্টা করে। এসময় বরিশাল হতে ঢাকাগামী একটি এক্স করলা সাদা রঙের প্রাইভেটের সাথে সংঘর্ষ হয় এবং মোটর সাইকেলে থাকা দুই জন আরোহী আহত হন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা যায়। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।