নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের গৌরনদী পৌরসভা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু সিকদারকে (৪২) হাতুড়ি দিয়ে পিটিয়ে এক হাত ও দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আহত যুবদল নেতা এ অভিযোগ করেন।
বাচ্চু সিকদার বলেন, বুধবার রাতে পৌর কাঁচা বাজারে ১৫-২০ জন ব্যক্তি লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা মারধর করে গোটা শরীর থেতলে দিয়েছে এবং এক হাত ও দুই পা ভেঙে দিয়েছে। এরপর মুমূর্ষু অবস্থায় ওই রাতেই তাকে উদ্ধার বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুবদল নেতার স্ত্রী খাদিজা খানম অভিযোগ করে বলেন, গত চার মাস আগেও একবার হামলা চালিয়ে বাচ্চুর একটি পা ভেঙ্গে দিয়েছিল যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আমি এই ঘটনার বিচার চাই।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।’