নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বাসের ধাক্কায় মো. নয়ন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর তহসিল অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু নয়ন ওই এলাকার এনামুল হকের ছেলে এবং সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে মাদরাসা থেকে রাস্তা পারাপারের সময় গৌরনদী থেকে বরিশালের দিকে আসতে থাকা এস আর ক্লাসিক নামে একটি বাস (জ-১২৯) শিশু নয়নকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম বলেন, এ ঘটনায় বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।”