বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে শাপলা পাতা মাছ বিক্রি করায় দুই বিক্রেতার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে শিকার ও বিক্রি নিষিদ্ধ একটি শাপলাপাতা মাছ বিক্রির দায়ে দুই বিক্রেতাকে এক মাস করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (ফেব্রুয়ারি) নগরীর পোর্ট রোড এলাকায় অভিযান চালায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান।

দন্ডপ্রাপ্তরা হলেন- পোর্ট রোডের মাছ বিক্রেতা আবুল কালাম ও মো. ফয়েজ।

সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান জানান, বিরল প্রজাতির মাছ হওয়ায় বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪ ধারা অনুযায়ী শাপলাপাতা মাছ শিকার ও বিক্রি নিষিদ্ধ। পোর্ট রোডে মাইকিং করে একটি শাপলা পাতা মাছ বিক্রি করা হচ্ছিলো। মাছটির ওজন প্রায় ৮ মণ। খবর পেয়ে পোর্ট রোডে অভিযান চালিয়ে ২ জনকে শাপলাপাতা মাছ বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ড ঘোষনার পর ২ জনকে বিশেষ ব্যবস্থায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp