বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে হরতালের সমর্থনে পিকেটিং মিছিল, ৩ নেতাকর্মী আটক

শামীম আহমেদ ::: সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী আদায়ে ও নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল প্রত্যাখান করাসহ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটক সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দলের ডাকা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় মহানগর ও জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা বরিশাল নগরীর বিভিন্নস্থানে ঝটিকা পিকেটিং মিছিল করেছে। এ সময় ওয়ার্ড বিএনপি, ছাত্রদল ও শ্রমিকদলের তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় নগরীর জেলখানার মোড় থেকে অমৃত লাল দে কলেজ পর্যন্ত সদ্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে বরিশালে ফিরে এসে কেন্দ্রীয় যুবদলের সহ সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুনের নেতৃত্বে যুবদলের সদস্যরা পিকেটিং মিছিল করে।

পৃথকভাবে বেলা দুইটায় নবগ্রাম রোডে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাযহারুল ইসলাম জাহানের নেতৃতে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

অপরদিকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি এবং গণবিরোধী নির্বাচনী তফসিলের প্রতিবাদে দেশব্যাপী বিএনপি’র ডাকা ৪৮ ঘন্টা হরতাল সফল করার লক্ষ্যে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল করে। এ সময় বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিজামুর রহমান নিজাম, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব কামরুল আহসানসহ দলের বিভিন্ন সদস্যরা বেলা সোয়া ১ টায় নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ এলাকায় এ কর্মসূচি পালন করে।

এছাড়া সকাল সাড়ে ১১টায় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির নেতৃত্বে নগরীর বিএম কলেজ এলাকা থেকে নতুন বাজার এলাকায় হরতালের সমর্থনে ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ারের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল পিকেটিং করে।

অন্যদিকে সকালে হরতালের সমর্থনে নগরীর ১৩ নং ওয়ার্ড বিএনপি পিকেটিং মিছিল বের করলে পুলিশ ধাওয়া ও অভিযান চালিয়ে ওয়ার্ড বিএনপি যুগ্ম আহবায়ক কামাল সিকদার, ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব রাকিব খান জুবায়ের ও শ্রমিকদলের রাসেলকে আটক করে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp