নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের মুলাদী উপজেলায় বাড়ির পাশ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক বাউল শিল্পীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার বাউল শিল্পী কালাম সিকদার ওই গ্রামের বাসিন্দা। তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ওসি মো. জাকারিয়া ওসি বলেন, বাউল শিল্পী কালাম সিকদার শুক্রবার গভীর রাতে একা বাড়ি ফিরছিলেন। রাত দেড়টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছে রাস্তার পাশে টয়লেট করছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাত পরিচয় ৭/৮ এসে তার মুখ চেপে ধরে। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা কালামের হাত-পা ও মুখ বেঁধে মারধর করে। এরপর ঘর থেকে দুইশ গজ দুরত্বে তাকে ফেলে রেখে যায়।
বাউল কালাম সিকদার বলেন, রাতে ঘরে ফিরেতে দেরি হওয়ায় মেয়ে প্রতিবেশীদের নিয়ে তাকে খুঁজতে বের হয়। পথে গোঙানির শব্দ পেয়ে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে ওসি জাকারিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’