বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে এক কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ মোঃ আনিচ খান (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১১ মে) দুপুরে নগরীর কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনি থেকে তাকে আটক করা হয়।

আটক মোঃ আনিচ খান ওই এলাকার আঃ মান্নান খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পু‌লিশের পরিদর্শক মোঃ ইসমাইল হো‌সেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নগরীর কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আনিচ খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব‌্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp