নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর কাউনিয়ায় ২ কেজি গাঁজাসহ শিল্পী বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার (২২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে নগরীর ১নং ওয়ার্ডস্থ কাউনিয়া বিসিক খালপাড়, বঙ্গবন্ধু কলোনীর শিল্পী বেগমের বসত ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শিল্পী বেগম কাউনিয়া বিসিক খালপাড়, বঙ্গবন্ধু কলোনীর মোঃ নুরু ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে নগরীর ১নং ওয়ার্ডস্থ কাউনিয়া বিসিক খালপাড়, বঙ্গবন্ধু কলোনীর শিল্পী বেগমের বসত ঘরে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক শিল্পী বেগমকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজা ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত অপর অভিযুক্ত শিল্পী বেগমের ছেলে মোঃ শান্ত ইসলাম (২৪) পলাতক রয়েছে।
আটক শিল্পী বেগমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।