বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশাল আ.লীগের রাজনীতিতে রহস্যময় নেতা ‘খান মামুন’র ভূমিকা নিয়ে বিতর্ক!

শাকিব বিপ্লব ::: এক সময়ে তুখোড় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত মাহামুদুল হক খান মামুন বরিশাল মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও তিনি তার নামের সুবিচার করেতে পারেননি। ক্ষমতার দীর্ঘ এই সময়কালে কখনো মেয়র, আবার কখনোবা উপজেলা চেয়ারম্যান হওয়ার প্রত্যাশা ব্যক্ত করলেও জেলা আ.লীগ ও দলীয় হাই-কমান্ড তা আমলে না নেয়ায় তিনি একবার স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করে দল থেকে বহিস্কার হয়েছিলেন। সেই বহিস্কারাদেশ ও প্রত্যাহার নিয়ে এখনো রহস্যের বৃত্তের মাঝে থাকা এই নেতা দীর্ঘদিন ধরে সংগঠনে অনেকটা কোন ঠাসা অবস্থার মুখে পড়ে মূল ধারার রাজনীতি থেকে ছিটকে পড়েছেন। একেক সময় একেক কেন্দ্রীয় নেতার আর্শিবাদপুষ্ট খান মামুন অবশেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সাংসদ জাহিদ ফারুক শামীমের ডান হাত হিসেবে পরিচিতি লাভ করলেও সংগঠনে এখনো নিজস্ব কোন বলয় তৈরী করতে সক্ষম হননি। উপরন্ত আর্থিকভাবে ফুলে ফেপে উঠার অভিযোগে তাকে নিয়ে নানান বিতর্ক চলমান থাকার মাঝে সদ্য অনুষ্ঠিত সিটি নির্বাচনে বিজয়ী দলীয় মেয়র খোকন সেরনিয়াবাতের গাড়িতে সবসময় থাকা নিয়ে প্রশ্ন উঠেছে, আসলে তিনি কার? এমন প্রশ্নের উত্তর মিলাতে গিয়ে দলের মধ্যে তাকে নিয়ে নানামুখী আলোচনায় খান মামুন নামটি প্রাসঙ্গিক বিষয় হিসেবে বেশ গুরুত্ব পাচ্ছে। দল ঘনিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানায়।

অবশ্য এ কথা সত্য যে, সদালাপী ও স্বজন ব্যক্তিত্বের অধিকারী সর্বপরি সাংগঠনিক গুনাবলী থাকায় এক সময় খান মামুনের জনপ্রিয়তা ছিলো তুঙ্গে। কিন্তু রাজনীতির গুরু হিসেবে এক এক সময় এক এক জনের সান্নিধ্য লাভের চেষ্টায় এই সম্ভাবনাময় নেতা রাজনীতির রোশানলে পড়ে বিতর্কিত হয়ে পড়েন। বিশেষ করে বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহর সাথে মানুষিক ও নীতিগত দ্ব›দ্ব থেকে সংগঠনে কোন ঠাসা হয়ে পড়লে পানিসম্পদ প্রতি মন্ত্রীর শিবিরে যুক্ত হয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। ৯০ দশকে বিএম কলেজ ছাত্র রাজনীতি থেকে উত্থান খান মামুনের আদর্শিক নেতা হিসেবে পাশর্^বর্তী জেলা ঝালকাঠীর সাংসদ ও কেন্দ্রীয় প্রভাবশালী নেতা আমির হোসেন আমুর আস্থাভাজন হিসেবে রাজনীতিতে পরিচিতি পায়। পরবর্তিতে বরিশাল জেলা আ.লীগের সভাপতি ও মন্ত্রী পদ মর্যাদা লাভ করা আবুল হাসানাত আব্দুল্লাহর সর্বোচ্চ কাছের মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করেন।

দল ঘনিষ্ট সূত্রগুলোর দাবী, প্রয়াত আ.লীগ নেতা ও সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরনের সাথে প্রার্থিতা নিয়ে লড়াইয়ের প্রস্তুতির আলোকে আবুল হাসানাত আব্দুল্লাহর সান্নিধ্যে যান। কিন্তু ২০০৮ সালে অনুষ্ঠিত সিটি নির্বাচনে দলীয় প্রার্থিতা চেয়ে ব্যর্থ হয়ে হিরনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমে কঠিন বাস্তবতার মুখোমুখী হলে আবুল হাসানাত আব্দুল্লাহ সহায়তা না দেয়ায় অভিযোগ তোলেন। এ সময় খান মামুনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়। তখন তিনি পদাধীকার বলে যুবলীগ রাজনীতির সাথে জড়িত। সেই থেকে অভিমানী এই নেতা আবুল হাসানাত আব্দুল্লাহর সাথে ঘনিষ্টতা কমতে থাকে। ২০১৮ সালে তিনি আবার মেয়র পদে প্রার্থিতা চাইলে প্রতিযোগিতার দৌড়ে সাদিক আব্দুল্লাহর সাথে পেরে না ওঠায় জাহিদ ফারুক শামীমকে সমর্থন দিয়ে তার সাথে একট্টা হলে হাসনাত পরিবারের সাথে দূরত্ব সৃষ্টি হয়। প্রকারন্তরে জাহিদ ফারুক শামীম ওই বছরই সদর আসনের সাংসদ নির্বাচিত এবং মন্ত্রী সভায় ঠাঁই পেলে খান মামুন সেই থেকে এই নেতার ঘনিষ্ট সহচর হিসেবে তার রাজনীতির দেখ-ভালের দায়িত্ব নেন। জাহিদ ফারুক শামীম ও আমির হোসেন আমু একই ঘরনার রাজনীতির সাথে জড়িত থাকায় ফের খান মামুন তার পুরনো রাজনৈতিক গুরুর সাথেও যোগাযোগ রক্ষা করে চলেন।

কারো কারো দাবী, হাসনাত পরিবারের সাথে দ্বন্দ্বে জড়িয়ে খান মামুন পুত্র সাদিক আব্দুল্লাহর সাথে পরক্ষভাবে লড়াই করলেও প্রায়শ আগৈলঝাড়ার সেরালে গিয়ে পিতা আবুল হাসানাত আব্দুল্লাহর সাথে গোপন বৈঠক বা সাক্ষাৎ করে আসতেন। বিষয়টি সাদিক আব্দুল্লাহ ভালো চোখে না দেখায় আর তিনি সেরালমুখী না হয়ে জাহিদ ফারুক শামীমের একান্ত জন হিসেবে প্রতিষ্ঠায় মরিয়া হয়ে ওঠে এবং সফল হন। এর পর থেকেই পানিসম্পদ প্রতিমন্ত্রীর বরিশাল অনুপস্থিতে তার সাংগঠনিক বিভিন্ন দিক খান মামুন বাস্তবায়ন শুরু করেন। তারই ফলশ্রুতিতে ছিটকে পড়েন মহানগর আ.লীগের পদ-পদবী থেকে। একাধিক নির্ভরযোগ্য সূত্রের অভিন্ন দাবী, খান মামুন রাজনীতিতে পদ-পদবী এবং সাংগঠনিক কর্মসূচিতে রাজপথে না থাকলেও আর্থিকভাবে লাভবান হয়েছেন। তাদের ভাষায়, গত ৪ বছরে মামুন যে টাকার মালিক হয়েছেন, তাতে তিনি কোন জনপ্রতিনিধির আসনে না বসলেও বা সাংগঠনিক পদ-পদবীর অধিকারী থেকে বঞ্চিত হলেও লাভের দিক থেকে এগিয়েছেন বেশি। সেই সাথে হয়েছেন বিতর্কিত।

সূত্র জানায়, জাহিদ ফারুক শামীম মন্ত্রীত্ব লাভের পর তার ব্যক্তিগত সহকারী হাদিস মীরের সাথে একট্টা হয়ে খান মামুন টিআর, কাবিখা ও বিভিন্ন প্রকল্পের কাজ বণ্টনের দায়িত্ব নিয়ে এই সময়কালে তিনি আর্থিক আখের গুছিয়ে নেয়। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের হাজার কোটি টাকার ঠিকাদারী কাজ নিজের নামে নিয়ে বিতর্ক এড়াতে তা বিক্রি করে দিয়ে টাকা আয়ের গোপন পথে হাটতে শুরু করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বৃহৎ আকারের ঠিকাদারী নিয়ে হাদিস মীর প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল-জালিয়াতি করে একটি প্রকল্পের কাজ কোটি টাকার বিনিময় ঢাকার একটি কোম্পানিকে পাইয়ে দেয়ার কৌশল নেয়। কিন্তু এই সময় তার নিজ গ্রামের বাড়ি চরবাড়িয়া ইউনিয়নের শরীফ বংশের জনৈক এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল নিলে হাদিস মীরকে নিয়ে সোস্যাল মিডিয়ায় ব্যাপক লেখালেখি শুরু হয়। তখনই প্রকাশ পায় হাদিস মীরের ক্ষেত্র বিশেষ প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল-জালিয়াতির বিষয়টি।

ঢাকার একটি সূত্র জানায়, বরিশাল মিডিয়ায় লেখালেখির সূত্র ধরে অ্যান্টি টেররিজম পুলিশের একটি টিম ঢাকা থেকে এসে হাদিস মীরকে আটক করলে হাজার কোটি টাকার প্রকল্পের কাজ ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে পাইয়ে দিতে প্রধানমন্ত্রীর সই-স্বাক্ষর জালিয়াতির বিষয়টি স্বীকার করেন এবং তার বাসা থেকে বিপুল পরিমান স্ট্যাম্প ও সিলপ্যাড উদ্ধার করা হয়।

রাজনৈতিক অঙ্গনে প্রচার রয়েছে যে, এ সময় খান মামুন নিজেকে রক্ষায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় হাদিস মীরের পরিবার শীতলাখোলার বাসায় দেখা করতে গেলে তিনি বের করে দেন এবং সেলফোন বন্ধ রাখেন। ঢাকার ওই সূত্রটি বলছে, আটক হাদিস মীর অ্যান্টি টেররিজম পুলিশের জিজ্ঞাসাবাদে বরিশালে টিআর, কাবিখাসহ নানা উন্নয়ন প্রকল্প জাহিদ ফারুক শামীমের বলয়ের নেতা-কর্মিদের মাঝে ভাগ-বাটোয়ারা করে দিতে খান মামুনের বাসায় বসে তার সিদ্ধান্ত ও অনুযায়ী পরিকল্পনা মাফিক একত্রিত কাজ করতেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী এ সময় নিজের রাজনৈতিক অস্তিত্বের স্বার্থে খান মামুনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে সেই যাত্রা রক্ষা করেন। এর পর থেকে মামুন নিজেকে বিতর্কের বাইরে রাখতে প্রকল্পের কাজ থেকে নিজেকে দূরত্বে রেখে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বলয়ের মধ্যে নিজস্ব একটি গ্রুপ গড়ে তোলেন। গ্রুপিং নিয়ে এই বলয়ের মধ্যে দুটি ধারা সৃষ্টির কথাও শোনা যায়, কার্যক্ষেত্রে দেখাও গেছে। পদ-পদবী না থাকলেও শুধুমাত্র প্রতিমন্ত্রীর আস্থাভাজন লোক হিসেবে বরিশাল প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চ-পদস্থ কর্মকর্তাদের সাথে সু-সম্পর্ক গড়ে তুলে শক্তিধর নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হন।

তার লক্ষ্য ছিলো এবার সিটি নির্বাচনে দলীয় মেয়র মনোনয়ন লাভে সাদিক আব্দুল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়া। কিন্তু বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ট আত্মীয় খোকন সেরনিয়াবাতকে মেয়র পদে দলীয় মনোনয়ন দিলে খান মামুন তার সমর্থনে বেশ ভূমিকা রাখেন। সূত্র জানায়, অন্তত সাদিক আব্দুল্লাহ মনোনয়ন বঞ্চিত হওয়ায় তিনি তার নির্বাচনী আকাঙ্খা পূরণের থেকেও বেশি মাত্রায় খুশি হন, সেই সাথে খোকন সেরনিয়াবাত প্রধানমন্ত্রীর আত্মীয় হওয়ায় তার সান্নিধ্য লাভ এবং কাছাকাছি যাওয়ার রাস্তা তৈরী করতেই নির্বাচনী প্রচারনায় ব্যাপকতর ভূমিকা রাখেন। রাজনৈতিক অঙ্গনে কথা উঠেছে যে, আগামী সংসদ নির্বাচনে যদি জাহিদ ফারুক শামিম দলীয় মনোনয়ন বঞ্চিত ও রাজনৈতিক অস্তিত্ব সংকটের মুখে পরেন-এমন ভাবনা-চিন্তার আলোকে খান মামুন আগে-ভাগেই পরবর্তি নেতা হিসেবে খোকন সেরনিয়াবাতের ছায়াতলে থাকতে এখুনি প্রস্তুতি নিয়ে রেখেছেন। লক্ষ্যনীয় বিষয় যে, আগে যেখানে মন্ত্রীর গাড়িতে সফরসঙ্গী হতেন এখন সেখানে প্রায়শো তাকে খোকন সেরনিয়াবাতের গাড়িতে দেখা যায়।

আরও একটি সূত্রের দাবী, নব-নির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম বরিশাল রাজনীতিতে নেতৃত্ব নিয়ে দ্ব›েদ্ব সাদিক আব্দুল্লাহর বিপরীতে এই দুই নেতা একট্টা হলেও সিটি নির্বাচন পরবর্তি উভয়ের অনুসারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। খান মামুন মন্ত্রী সমর্থিত সাবেক মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ও জেলা ছাত্রলীগ নেতা জিন্নাহ ও মাহাবের সমন্বয়ে নিজস্ব একটি গ্রæপ তৈরী করেছেন। পক্ষান্তরে সাবেক মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান ও বিএম কলেজ ছাত্র সংসদের ভিপি মঈন তুষারের সমন্বয়ে খোকন সেরনিয়াবাতের পক্ষে আর একটি গ্রæপ খান মামুন নেতৃত্বাধীন গ্রুপকে সহ্য করতে পরছেন না। ফলে ক্রমোশ এই দুই গ্রুপের মধ্যে মতোবিরোধ প্রবল থেকে প্রবলতর হচ্ছে বলে বিভিন্ন মহল উদাহরন টেনে আভাস দিয়েছে।

কিন্তু খান মামুন চাচ্ছে, অন্তত তার অবস্থান খোকন সেরনিয়াবাতের কাছে বিশ্বাস ও আস্থার জায়গায় নিয়ে যেতে। পাশাপাশি কেন্দ্রীয় আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বরিশাল সদর আসনে সম্ভাব্য প্রার্থী হতে পারেন এবং এই অঞ্চলের রাজনীতির নেতৃত্বে আসার প্রেক্ষপট তৈরীর সম্ভাবনা ও গুঞ্জন ওঠায় খান মামুন এই নেতার সাথেও যোগাযোগ রেখে চলেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। যদিও জাহাঙ্গীর কবির নানক এবং মেয়র খোকন সেরনিয়াবাত একই বৃত্তের দুটি ফুল অর্থাৎ তারা নীতিগতভাবে এক কাতারে সামিল হয়েছেন। ঢাকার ওই সূত্রটি বলছে, খোকন সেরনিয়াবাত রাজনীতিতে অতটা দূরদর্শী না হওয়ায় প্রধানমন্ত্রী চাচ্ছেন জাহাঙ্গীর কবির নানক বরিশালমুখী রাজনীতিতে অবতীর্ণ হয়ে নয়া এই মেয়রকে আগলে রাখার দায়িত্ব দিতে। কারন খোকন সেরনিয়াবাতের আপন ভাতিজা বর্তমান মেয়র ও নগর আ.লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর সাথে সাপে-নেউলে সম্পর্কের আরো অবনতী ঘটে মেয়র মনোনয়ন নিয়ে। এখন বরিশাল নগর আ.লীগের নেতৃত্ব নিয়ে দ্ব›দ্ব প্রকট হতে পারে এমন ধারনা আমালে নিয়ে প্রধানমন্ত্রী এ ধরনের পরিকল্পনায় অগ্রসর হয়েছেন বলে নানামুখী আলোচনা থেকে এ ধরনের তথ্য উপাত্য পাওয়া গেছে।

ফলে সূত্রের ধারনা, পানিসম্পদ প্রতিমন্ত্রীকে অন্য কোন আসনে মনোনয়ন দেয়ার বিপরীতে নানক বরিশালে আসলেও ক্ষমতার দিক থেকে খোকন সেরনিয়াবাত এগিয়ে থাকবেন এটাই স্বাভাবিক। সেই বিষয়টি পোড় খাওয়া রাজনীতিবিদ মাহামুদুল হক খান মামুন আঁচ করতে পেরে এই তিন নেতার সাথে সমানতরাল যোগাযোগ রাখলেও এখন তিনি বেশি মাত্রায় খোকন সেরনিয়াবাতকে মূল্যায়ন করছেন। খোকন সেরনিয়াবাত বরিশালে অবস্থানকালীন এবং কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গেলে খান মামুনকে তার গাড়ির ভেতর সফর সঙ্গী হিসেবে থাকতে দেখা যাচ্ছে। বিপরীতে মামুনের গাড়িতে জসিম, জিন্না ও মাহাবকে দেখা যায়। দৃশ্যতো এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশালে থাকলেও খান মামুনের টার্গেট থাকছে খোকন সেরনিয়াবাতের দিকেই।
রাজনৈতিক পর্যবেক্ষক ও বিভিন্ন মহল অভিন্ন ভাষায় বলছে, সম্ভবত খান মামুন ভোল পাল্টে খোকন সেরনিয়াবাতের অনুকূলে আসার জোরতর চেষ্টায় রয়েছেন। কিন্তু ছাত্রলীগ নেতা অসীম দেওয়ান এবং মহানগর আ.লীগ নেতা নুরুল হক লস্কর, আফজাল হোসেন ও অ্যাড. আহম্মদ কবির অন্তত চাননা খান মামুনের উপর বিশ্বাস অথবা নেতার ধারে কাছে যেন না ভিরতে পারে। সম্প্রতি পালিতো বেশ কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতে এই ধরনের দৃশ্য অনেকের দৃষ্টি নিবন্ধ হয়েছে। রাজনৈতিক অঙ্গনে একটি কথা চাউর রয়েছে যে, মামুন অভিজাত পরিবারের সন্তান হলেও প্রতিমন্ত্রীর বদৌলতে ুআর্থিকভাবে ফুলে-ফেপে উঠলেও নিজের অতীত জনপ্রিয়তা আরো হ্রাস পেয়েছে। এর কারন ঘাটতে গিয়ে পাওয়া গেলো, বর্তমান বিবেচনায় এই খান মামুন আর সেই খান মামুন এক নয়।

অভিযোগ রয়েছে, এই নেতা এখন সরাচর সবার ফোন ধরেন না। এমনকি তার জন্য ত্যাগ স্বীকার করা অনেক রাজনৈতিক ও মিডিয়াকর্মি নানা সময় বিপদগ্রস্থ হয়ে পড়লেও তাদেরকেও এখন মূল্যায়ন করছেন না। অবশ্য টিকে থাকার স্বার্থে এবং মন্ত্রী জাহিদ ফারুক শামিম ও খোকন সেরনিয়াবাতকে বোঝাতে চান বরিশাল মিডিয়ায় তার একটি নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে। বিশেষ করে বরিশাল মিডিয়ার একটি আঞ্চলিক দৈনিক পত্রিকার সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল এবং জাতীয় পত্রিকার দুই তরুন সাংবাদিককে কাজ বিশেষ ব্যবহার করে তার এই ক্ষমতা জাহির করার কৌশল লক্ষ্য করা গেছে।

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, খোকন সেরনিয়াবাত মন্ত্রীর একান্তজন হিসেবে পরিচিত মাহামুদুর হক খান মামুন সম্পর্কে নেতিবাচক ধারনা পাওয়ায় তাকে অতটা মূল্যায়ন করছেন না। যে কারনে খান মামুন মন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানকের মাধ্যমে নয়া মেয়রের কাছাকাছি বা বিশ্বাস অর্জনের কৌশল নিয়েছেন এবং বিভিন্ন শক্তির দৈব্য-দাওয়াই প্রয়োগ করতে অগ্রবর্তী হয়েছেন। এতে হিতে-বিপরীতও ঘটেছে বলে আভাস পাওয়া গেছে। হঠাৎ করে খোকন সেরনিয়াবাতকে বেশি মাত্রায় মূল্যায়ন করতে দিয়ে ওই দুই প্রভাবশালী নেতাও খান মামুনের এই মনোভাব আঁচ করতে পেরে ক্ষুব্ধ হলেও বুঝতে দিচ্ছেন না তিনি যে খোলস পাল্টাতে চাচ্ছেন তা তাদের অনুমানে এসেছে।

এ প্রসঙ্গে খান মামুনের সাথে সেলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কোনভাবেই তার নাগাল পাওয়া যায়নি। সাম্প্রতিক অর্থাৎ সিটি নির্বাচনকালীন বরিশাল রাজনীতিতে উত্তপ্তকর পরিস্থিতিতে খোকন সেরনিয়াবাতের পক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম সাংবাদিকদের নিয়ে একটি অনুষ্ঠানে মন্তব্য করেন যে, প্রয়োজনীয় কাজে বা বিপদ সংকুল মুহূর্তে অথবা অনাচার দেখলে তাকে অবগত করার জন্য খান মামুনের সাথে যোগাযোগ করার অনুরোধ রাখেন। এ কথার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন সিনিয়র সংবাদকর্মী অভিযোগ করেন যে, খান মামুন সহসা কারও ফোন ধরেন না। এসময় পাশে থাকা খান মামুনকে লজ্জায় মাথা নিচু করে নির্বাক থাকতে দেখা যায়। সুতারং তার স্বভাবসূলভ সেই চরিত্রের যে পরিবর্তন যে ঘটেনি তার প্রমাণ এখনো তিনি ওই তিন সাংবাদিক ব্যতিত কারো ফোন ধরেন না। এমন অভিযোগ হর-হামেশাই শোনা যাচ্ছে। যার সর্বশেষ প্রামাণ হচ্ছে খান মামুনের মন্তব্য ও প্রতিক্রিয়া অবগত হতে এই প্রতিবেদকের ব্যর্থ দৌড়-ঝাপ।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp