বরিশাল ক্রাইম নিউজ ডেস্ক ::- বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ বারি ও সাব ইন্সপেক্টর রাহাতুলের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।। ২৯ মে (বুধবার) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে হাজির হয়ে অভিযোগটি দায়ের করেন জাগুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: জাকির হোসেন।
অভিযোগে উল্লেখ করা হয়- বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময় জাকির হোসেনের পূর্বের শত্রু ও প্রতিপক্ষ তার মামলার আসামীর কাছ থেকে মোটা অংকের অর্থের বিনিময়ে তাকে এবং তার আপন ভাই নওশাদসহ আত্মীয়- স্বজনের বিরুদ্ধে একটি পাতানো নাটকীয় ভিত্তিহীন মামলা রুজু করে কোতয়ালী থানা পুলিশ। যেই মামলার বাদী হয়, জাকির হোসেনের দেয়া কোতয়ালী মডেল থানার জি.আর ১৮/১৪৫ নম্বর মামলার আসামী শাহা কামালের স্ত্রী পারভীন বেগম (৪৫)। মামলা নাম্বার জি.আর ০৮/৩০৭।
ওই মামলায় বলা হয়- ১ নম্বর আসামী জাকির খুন করার উদ্দেশ্যে রামদা দিয়া ১ নম্বর স্বাক্ষী সুমনকে কোপ দেই এবং ওই মামলার ২ নম্বর আসামী আমার ছোট ভাই নওশাদ ৭ নম্বর স্বাক্ষী মুনসুরকে খুন করার উদ্দেশ্যে রামদা দিয়া মাথায় কোপ দেয়। নাটকীয় মামলার বর্ণনায় লেখা হয় তারা উভয়ই বরিশাল ইডেন ক্লিনিকে ২০২৩ সালের ১লা মে ভর্তি করানো হয়। মামলা রুজু হওয়ার পরে এসআই রাহাতুল একটি তদন্তের নাম করে জাকিরের কাছে ২ লক্ষ টাকা দাবী করে। দাবিকৃত টাকা দিলে এই মিথ্যা মামলা ফাইনাল রিপোর্ট দিবে এবং কোন আসামী গ্রেফতার করবে না। পাতানো মিথ্যা মামলার জন্য এসআই রাহাতুলকে জাকির ২ লক্ষ টাকা দিতে রাজি না হওয়ায় তার শত্রু পক্ষের লোক জেবিক ফকির ও কামরুল হাওলাদারকে সাথে নিয়ে গত ৫ মে বিকাল ৫টার সময় তার ঘর থেকে তাকে গ্রেফতার করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়- এসআই রাহাতুল জাকিরের সম্মান ক্ষুন্ন করার জন্য ২ হাত পিছনে নিয়ে হ্যান্ডকাপ লাগায়। সেই সময় জেবিক ও কামরুল এসআই রাহাতুলের সামনে তাকে এলোপাথারি কিলঘুষি মারে। এ সময় এসআই রাহাতুল কোন প্রতিবাদ করে নি। এ ঘটনার একাধিক স্বাক্ষী প্রমাণ রয়েছে।
জাকিরের দাবী- কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ বারি ও এসআই রাহাতুল জাকির ও তার স্বজনদের বিরুদ্ধে সাজানো মামলা নিয়ে অনৈতিক ভাবে লাভবান হয়েছে এবং তার কাছে ২ লক্ষ টাকা দাবী করেছে। উক্ত নাটকীয় মিথ্যা মামলার সঠিক তদন্তের স্বার্থে জাকির কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।
জাকির আরও বলেন- তাদের বিরুদ্ধে নাটকীয় ও সাজানো মামলার বড় প্রমাণ হল দুইজন ভিকটিমের একজনও ইডেন ক্লিনিক সহ কোথাও ভর্তি হয়নি মামলার বর্ণিত ঘটনার তারিখে।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ বারি বরিশাল ক্রাইম নিউজকে বলেন- আমি জাকির নামের কাউকে চিনি না। আর এই ঘটনার বিষয়েও কিছু জানি না।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে এসআই রাহাতুল বলেন- আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা। যেহেতু পুলিশ কমিশনার স্যারের কাছে অভিযোগ হয়েছে সেহেতু স্যার বিচক্ষণতার সহিত বিষয়টি দেখবেন।