খবর বিজ্ঞপ্তি :: শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বরিশাল ক্রাইম নিউজের নগর সম্পাদক জিয়াউল হাসান শুভ।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, অতীতের মত ভবিষ্যতেও সাংবাদিক কল্যাণে কাজ করে যাবে নব-নির্বাচিত কমিটি। পাশাপাশি অপ-সাংবাদিকতা রোধসহ নানা চ্যালেঞ্জের মোকাবিলা করবে। একইসাথে সাংবাদিক নির্যাতেনর বিরুদ্ধে সোচ্চার থাকবে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটি এমন আশা ব্যক্ত করে তিনি। তিনি এ নবনির্বাচিত কমিটির সর্বাত্মক মঙ্গল কামনা করেন।