শামীম আহমেদ ::: বর্তমান অবৈধ সরকারের মিথ্যা মামলায় দেশনেন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজার নামে গৃহবন্দি করাসহ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা ও দেশব্যাপি কেন্দ্রীয় বিএনপির ডাকে জাতীয় সংসদ নির্বাচন নিরপক্ষ সরকারের অধিনে বাস্তবায়ন করার ১০ দফা আন্দোলন আরো বেগবান করার লক্ষে বরিশাল মহানগর শ্রমিকদল আগামী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার জন্য নগরীর ওয়ার্ড ভিত্তিক কমিটি পূর্ণ গঠন ও নেতৃত্ব প্রত্যাশীদের এক স্বাক্ষাৎকারের আয়োজন করে বরিশাল মহানগর শ্রমিকদল।
সোমবার রাতে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে মহানগর শ্রমিকদলের ওয়ার্ড ভিত্তিক নতুন নেতৃত্ব সৃষ্টি করার জন্যই স্বাক্ষাৎকারের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার মত নেতা বেড় করে আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
মহানগর শ্রমিকদল বিপ্লবী আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান ও সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম সহ শ্রমিকদলের টিম প্রধান ও টিমের সকল সদস্যদের উপস্থিতিতে নগরীর ১, ৫, ৬, ৮, ৯ ও ২০ নং ওয়ার্ড শ্রমিকদলের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন সদস্য গণ আহবায়ক ও সদস্য সচিব হওয়ার মত তাদের স্বাক্ষাৎকার গ্রহন করেন।
স্বাক্ষাৎকার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মহানগর শ্রমিকদল যুগ্ম আহবায়ক হারুন অর রসিদ, মোঃ খালেক,মোতালেব মৃধাসহ মহানগর শ্রমিকদল সদস্য মোঃ আলী হোসেন, মোঃ শহিদ মোল্লা, মোঃ আঃ হান্নান, মনির খলিফা, মোঃ রাসেদ মৃধা ও মোঃ মাসুদ।
এ সময় মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান বলেন- আমরা মহানগর শ্রমিকদলকে নতৃন করে তৃনমূল থেকে মহানগরের শ্রমিকদলের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করাসহ আগামী সরকার বিরোধী আন্দোলনে মহানগর শ্রমিকদল অগ্রভাগে নেতৃত্ব দেওয়ার মত নেতৃত্ব সৃষ্টি করে যাব।আমরাতো চিরজীবন নেতৃত্বের চেয়ার আগলে রাখব না। এখানে নতুন নেতৃত্ব তৈরী হয়ে বাংলাদেশ জাতীয়তবাদী শ্রমিকদলের এরাই যেন প্রাণ হয়ে উঠতে পারে সেই চেষ্টার মাধ্যমে একটি আদর্শগত মহানগর শ্রমিকদলের ওয়ার্ড কমিটি গঠন করা হবে।