জে আই জুয়েল, বরিশাল ::: বরিশাল মহানগর যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহবায়ক হতে চান বরিশালের দুই ছাত্রদল নেতা নাজমুল ইসলাম ছগির ও শহিদুল ইসলাম জুম্মান। এদের মধ্যে ছগির ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত থাকার পরেও বঞ্চনা ও প্রতারিত হয়ে এখন যুবদলের একজন সাধারণ কর্মী হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে উপস্থিত থাকেন এবং নিরবেই আবার ফিরে যান। আর জুম্মান বর্তমানে বরিশাল মহানগর যুবদলের
সহ-সাধারণ সম্পাদক ও ১৬ নাম্বার ওয়ার্ড যুবদলের আহবায়ক দায়িত্ব পালন করছেন।
১৯৯৬ সাল থেকে বরিশালে বিএনপির ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়ে ছগির ও জুম্মান রাজপথের লড়াকু সৈনিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। জুম্মান সেই থেকে মশিউর আলম সেন্টু ও মশিউর আলম মনজুর সাথে ছাত্রদল আন্দোলন করে বিভিন্ন সময় পুলিশি হামলা ও হয়রানির শিকার হন। আর ছগির দীর্ঘদিন কারাভোগ করেছেন। ২০১১ সালে বিক্ষোভ মিছিলে জুম্মান পুলিশি হামলার শিকার হয়েছেন বলে জানান তিনি। ঐ সময় ১০ ডিসেম্বর গনসমাবেশে যাওয়ার পথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সামনে থেকে ছাত্রলীগ হামলা করে তার হাত থেকে টাকা পয়সা ও ফোন ছিনিয়ে নিয়ে যায়। ২০১৮ সালের সিটি নির্বাচনের সময় থানায় ধরে নিয়ে পুলিশ অকথ্য নির্যাতন চালায় বলে জানান জুম্মান।
একান্ত সাক্ষাতে জুম্মান বলেন, ২০২০ সালে বরিশাল যুবদলের নতুন কমিটি দেওয়া হয় ওই কমিটির সভাপতি এডভোকেট আখতারুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক মামুন। পরবর্তীতে বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত সাংগঠনিকভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এডভোকেট মাজারুল ইসলাম জাহান। এই সময় আমিও তার সহকর্মী হিসেবে তার সাথে বরিশাল মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছি।
বরিশাল মহানগর যুবদলের নতুন কমিটি নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে জুম্মান বলেন, আমি এই নতুন কমিটিতে একজন প্রার্থী হতে চাই। নতুন কমিটিও যেহেতু আহ্বায়ক কমিটি হবে, তাই সেই কমিটি আহবায়ক হিসেবে নিজেকে যোগ্য মনে করি।
বরিশালে গত ২০০৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মহানগর যুবদলে সাংগঠনিক ভাবে যোগ্য ও ত্যাগী অনেক নেতাদের সংস্পর্শে কাজ করে আসা নাজমুল ইসলাম ছগির এবং শহিদুল ইসলাম জুম্মানকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটা সুযোগ দেয়া হবে এই বিশ্বাস ছগির ও জুম্মানের। নাজমুল ইসলাম ছগিরও বিএম কলেজের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একটি নাম। জুম্মান ও ছগির দুজনেই তাই কোমড় বেঁধে লেগেছেন নতুন কমিটিতে তাদের যোগ্যতা প্রমাণ করতে। যুগ্ন ও আহবায়ক হিসেবে দুজনেই নিজেদের প্রকাশ করার সুযোগ চান তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ যুবদল কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে ছগির ও জুম্মান বলেন, যদি ত্যাগী নেতাদের মূল্যায়ন করা না হয়, তাহলে দল অনেক পিছিয়ে পরবে বলে তারা জানান।