নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ ৬ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়েছে। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন যুবদল কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় কমিটির আব্দুল মোনায়েম মুন্না।
তিনি জানান, কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বরাত দিয়ে সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ ৮ নেতার বহিস্কারাদেশ প্রকাশ করেছে দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল।
বহিস্কৃত বাকিরা হচ্ছেন- যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত, সহ-সাধারণ সম্পাদক সহদেব শর্মা, সহ-সাধারণ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম ঝুনু এবং প্রচার সম্পাদক বশির আহম্মেদ।
সম্পাদক বহিস্কার হওয়ায় বরিশাল মহানগর যুবদলের দায়িত্ব পালন করবেন ১ম যুগ্ম সাধারণ সম্পাদক।