বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশাল শেবাচিমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জিহাদ (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর দেঢ়টার দিকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জিহাদ বরিশালের মুলাদি উপজেলার চর লক্ষীপুর গ্রামের হারুন আহমেদের ছেলে।

জানা যায়, বেশ কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয় জিহাদ। এরপর তাকে গ্রামের পল্লী চিকিৎসকের চিকিৎসা দেওয়া হচ্ছিল। এতে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার তার অবস্থা খুব বেশি খারাপ হলে স্বজনরা তাকে বরিশাল শেরই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে সে মৃত্যু হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত জিহাদকে এই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার কোন উন্নতি হয়নি। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp