বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশাল ২ আসনে নৌকার কান্ডারী হতে রেকর্ডসংখ্যক ১৯ জনের মনোনয়ন জমা

ঢাকা থেকে রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ::: বরিশাল ২( বানারীপাড়া-উজিরপুর) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কান্ডারী হওয়ার অভিপ্রায়ে রেকর্ডসংখ্যক ১৯ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দলীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ দিন পর্যন্ত মোট ১৯ জন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থী তাদের অনুসারী নেতা-কর্মীদের নিয়ে উৎসবমূখর পরিবেশে দলীয় মনোনয়ন পত্র জমা দেন।

এরা হলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম ,সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মনিরুল ইসলাম মনি,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী
সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, বরিশালের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা,বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, শেরে বাংলার দৌহিত্র ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু, বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও বিটিভির সাংবাদিক সুজন হালদার, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য ,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাকিম সন্যামত, ইদ্রিস মোল্লা ও আব্দুল হক।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp