বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশাল ৬ আসনে আ.লীগের মনোনয়ন জমা দিলেন ইঞ্জিনিয়ার মঞ্জু

নিজস্ব প্রতিবেদক ::: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ (বাকেরগঞ্জ) আসনের নৌকার মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) নেতাকর্মীদের মিছিল নিয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে নৌকার মনোনয়ন ফরম জমা দেন তিনি।

বাকেরগঞ্জের কাকরধা গ্রামের বাসিন্দা মঞ্জুর বাবা মরহুম শামসুল হক সিকদার ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। বাবার পথ ধরে মঞ্জুরুল হক মঞ্জু নিজেও ছাত্রলীগের মাধ্যমে শুরু করেন তার রাজনৈতিক জীবন। ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

পেশায় প্রকৌশলী এই আওয়ামী লীগ নেতা এ পর্যন্ত পালন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচন মনিটরিং কমিটির সদস্য, প্রকৌশল পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদকের দায়িত্ব। তিনি বাংলাদেশ ইন্সটিটিউিট অব ইঞ্জিনিয়ার্সের যুগ্ম সাধারণ সম্পাদক ও দুই বার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বর্তমানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, বাংলাদেশ প্রকৌশল পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ ইন্সটিটিউিট অব ইঞ্জিনিয়ার্সের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবন থেকে শুরু করে বিএনপি-জামায়াত জোট সরকারের বিভিন্ন সময়ে বারবার হামলা নির্যাতনের শিকার হওয়া মঞ্জুরুল হক মঞ্জু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) থেকে দুই বছরের জন্য বহিষ্কার ছিলেন। এছাড়া ছাত্রলীগ নেতা হওয়ায় হল থেকে হন চিরতরে বহিষ্কার।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp