বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশাল ৬-পটুয়াখালী ১ আসনে রুহুল আমিন ও রত্না আমিনের মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল ৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রত্না আমিন। অন্যদিকে পটুয়াখালী ১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকী ) আসনের জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার।

সোমবার (২০ শে নভেম্বর) বেলা বারোটায় জাতীয় পার্টির ও অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উৎসব মুখর পরিবেশে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় পটুয়াখালী ও বাকেরগঞ্জের জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএম রুহুল আমিন হাওলাদার ও বেগম নাসরিন জাহান রত্নার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকালে বাকেরগঞ্জ উপজেলা থেকে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব মিত্র ও যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম ও বাকেরগঞ্জের ১৪ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পটুয়াখালী ১ ও বরিশাল ৬ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এবিএম রুহুল আমিন হাওলাদার ও বেগম নাসরিন জাহান রত্না আমিন সকলের দোয়া ও সহযোগিতা করেছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp