বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বলিউডে আসছেন অভিনেতা যশ

অনলাইন ডেস্ক ::: বলিউডে যাত্রা শুরু হচ্ছে আরও এক নায়কের। এবারের নতুন নায়কের নাম যশ দাশগুপ্ত। চলতি বছরেই তার অভিষেক হচ্ছে বলে জানা গেছে।

‘ইয়ারিয়াঁ-২’ সিনেমা দিয়েই তিনি বলিউড দর্শকদের মন জয় করবেন যশ দাশগুপ্ত। আসছে ২০ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।

‘ইয়ারিয়াঁ-২’ সিনেমাটি নির্মাণ করছেন ভিনাই সাপরু ও রাধিকা রাও। এটি প্রযোজনা করছেন ভুষাণ কুমার, দিব্যা খোসলা কুমার ও কৃষাণ কুমার। যশ দাশগুপ্ত ছাড়া এতে আরও অভিনয় করবেন দিব্যা খোসলা কুমার, মিজান জাফরি, পিয়াল ভি পুরি, অনস্বরা রাজন, প্রিয়া প্রকাশ ভেরিয়ার ও ওয়ারিনা হুসাইন। সিনেমাটির পরিবেশক টি-সিরিজ।

বলিউড যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, প্রথমে বিশ্বাস করতে পারিনি। আমাকে ওরা মুম্বইয়ে একটা মিটিংয়ের জন্য ডেকেছিলেন। তখন মুম্বাইয়ে নুসরাতেরও একটা শুট ছিল।

তিনি আরও বলেন, আমি যাওয়ার পর ভূষণ কুমারের (ছবির প্রযোজক) সঙ্গে কিছু ক্ষণ কথা হয়। সে দিনই জানতে পারলাম, আমি নির্বাচিত হয়েছি। আসলে ওরা আমার কাজ আগেই দেখেছিলেন। হয়তো মুখোমুখি একবার দেখা করতে চাইছিলেন।

বলিউডপ্রেমীরা আশা করছেন যশ দাশগুপ্ত তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। তিনি তার অভিনয় নৈপুণ্যতা দিয়ে সবার মন জয় করবেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp