নিজস্ব প্রতিবেদক ::: বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশন এর কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে বরিশাল ক্লাবের গোলাম মাওলা কনভেনশন হলে এ উপলক্ষে ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ সালের ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি কে.এম শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরি পরিষদের সভায় বক্তব্য রাখেন প্রফেসর ডা: একেএম আমিনুল হক, ডা: সাইফুল ইসলাম, ডা: নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন, কাজী মিরাজ, মোঃ লিয়াকত আলী জমাদ্দার, কাজী মামুন, ডা: ইকবালুর রহমান, মোঃ বেলায়েত হোসেন প্রমূখ।
কার্যকরি কমিটির উপদেস্টা পরিষদের সদস্যরা হলেন- প্রফেসর ডা. এ.কে.এম আমিনুল হক (মেইড হেল্থ), বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: আলতাফ উদ্দিন আহম্মেদ (ইসলামি ব্যাংক হাসপাতাল), অধ্যাপক ডা: জহুরুল হক মানিক (ফেয়ার হেলথ ক্লিনিক), ডা: এস.এম, ইকবালুর রহমান (ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতাল), ডা: সাইফুল ইসলাম (নিরুপন হাসপাতাল), বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন (মেডিনোভা মেডিকেল সার্ভিসেস) আব্দুল জলিল সিকদার (ল্যাব এইড ডায়াগনষ্টিক লি:) মো. মোশাররফ হোসেন (পপুলার ডায়াগনষ্টিক সেন্টার লি:), ডা: মাসুদ আহমেদ (ইডেন নার্সিং হোম)। সভাপতি পদে আলহাজ্ব কে.এম শহীদুল্লাহ (ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক), সহ-সভাপতি কাজী মিরাজ মাহমুদ (রয়েল ডায়াগনষ্টিক সেন্টার), ডা: মিজানুর রহমান (পদ্মা ডায়াগনষ্টিক), শারমীন আক্তার (রাহাত আনোয়ার হাসপাতাল), কে.এম.শাহ আলম আনসারী (বেলভিউ মা ও শিশু হসপিটাল), আকতার ফারুক শাহীন (ইউনিক মেডিকেল সার্ভিসেস), কাজী আফরোজা (রয়েল সিটি হাসপাতাল), নাজমুন নাহার (সাউথ এ্যাপোলো ডায়াগনষ্টিক কমপ্লেক্স)। সাধারন সম্পাদক পদে ডা: নজরুল ইসলাম (আরিফ মেমোরিয়াল হাসপাতাল), যুগ্ম সাধারন সম্পাদক মো. বেলায়েত হোসেন (নিউ মেডি এইড ডায়াগনস্টিক), নুরুল হাসান সাক্ষর (জেনারেল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার), কোষাধ্যক্ষ কাজী আল মামুন (মেডি কেয়ার ডায়াগনস্টিক), দপ্তর সম্পাদক জাকির হোসেন (মেডিনেট ডায়াগনস্টিক), প্রচার সম্পাদক হাসান আশরাফী (রেশাদ) হিউম্যান কেয়ার মেডিকেল সার্ভিসেস), সমাজ সেবা সম্পাদক মো. হাবিবুর রহমান (কনিকা এক্স-রে, প্যাথলজী সেন্টার)। নির্বাহী সদস্য পদে মো. লিয়াকত আলী জোমাদ্দার (বেলভিউ মেডিকেল সার্ভিসেস (প্রো:) লি:), এ.কে.এম. জাকিরুল মোমিন (কে.এম.সি. হাসপাতাল এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার), শোভন কুমার দাস (কনিকা ডায়াগনস্টিক সেন্টার), মো. সাইফুর রহমান (ডক্টরস ল্যাব), শাহরিয়ার খান অসিম (বরিশাল সেন্ট্রাল হাসপাতাল), মো. আবু বক্কর সিদ্দিক বাসেল (রয়েল সিটি স্ক্যান সেন্টার), মাওলানা মেহেদি হাসান শামিম (আবিদ ইসলামিয়া মেডিকেল সার্ভিসেস), নাজমুল সাকিব (সেবা ডায়াগনস্টিক ল্যাব) প্রমূখ।