বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বাউফলে খাল দখল করে গড়ে তোলা আ.লীগ অফিস গুঁড়িয়ে দিল প্রশাসন

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজারে খাল দখল করে গড়ে তোলা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কালিশুরী বাজার খাল দখলমুক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কালিশুরী ইউনিয়ন পরিষদের তৎকালীন প্রভাবশালী চেয়ারম্যান অধ্যক্ষ নেছার উদ্দিন সিকদার খালটি দখল করে আওয়ামী লীগ অফিস নির্মাণ করেছিলেন।

একাধিকবার নোটিশ দেওয়া হলেও অবৈধ স্থাপনা সরিয়ে নেননি ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন। ৫ আগস্টের পর চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদার আত্মগোপনে চলে যান। এরপর থেকে তালাবদ্ধ করে রাখা হয় কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগ অফিস।

বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুণ্ডর নেতৃত্বে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে খাল দখল করে গড়ে তোলা আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দেওয়া হয়।

খালটি দখলমুক্ত হওয়ায় কালিশুরী বাজারের জলাবদ্ধতা নিরসনের পথ উন্মুক্ত হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp