স্টাফ রিপোর্টার ::: বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন ১০নং গারুরিয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামে এক গৃহবধুকে গুরুতর রক্তাক্ত জখম করেছে শশুরবাড়ির লোকজন। স্বামী মিজানের নেতৃত্বে ভগ্নিপতি হাজি মোশাররফ, মিজানের কথিত স্ত্রী মনি রহমান, মিজানের পিতা হাজি তৈয়বুর এ নির্যাতন করেন। স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে আহত গৃহবধু তানজিলাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার পরিবার।
গৃহবধুর মা নাসিমা বেগম জানান, ১৮ বছর পূর্বে বাকেরগঞ্জের গারুরিয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামের হাজি তৈয়বুর রহমানের ছেলে মিজানুর রহমান মিজানের সাথে বরিশাল সদর উপজেলার চরকরনজি গ্রামের অবঃ পুলিশ সদস্য মৃত আঃ রব হাওলাদারের মেয়ে তানজিলা আক্তারের বিবাহ হয়। বিবাহের কিছুদিন সংসার ভালো চললেও অর্থলোভী হাজি তৈয়বুর ছেলেকে শশুরবাড়ী থেকে নানা তালবানায় যৌতুক আনতে উদ্ভুদ্ধ করেন। এভাবেই বিভিন্ন সময় বিশ পঞ্চাশ করে টাকা নিতে থাকে মিজন। মেয়ের সুখের কথা চিন্তা করে আমরাও তাকে কম বেশি টাকা পয়সা দিতে থাকি। বিদেশ যাওয়ার জন্য সে আমাদের কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা নেয়। আমার মেয়ের ঘরে ১১ বছরের নিছা ও ৯ বছরের নেহা নামের দুইটি কন্যা সন্তান জন্ম নেয়। পরবর্তীতে মিজান ও তার পরিবার পর্যায়ক্রমে টাকা চাইতে থাকলে আমরা তার ঘর উত্তোলনের জন্য নগদ ৪ চার লক্ষ টাকা দেই। এতেও খ্যান্ত হয়নি মিজান ও তার পরিবার। বিভিন্ন সময় আমার মেয়েকে শারিরীক ও মানসিক নির্যাতন করতে থাকে। এর মধ্যে বিদেশে থাকা অবস্থায় মনি রহমান নামে এক বিবাহিত নারীর পরকিয়া প্রেমে আসক্ত হয় মিজান। গত তিন বছর আগে দেশে এসে ওই নারীকে গোপনে বিবাহ করে মিজান। মেয়েদের কথা চিন্তা করে তানজিলা তার সংসারে থাকতে রাজি হয়। পরে ওই নারীকে বাড়ীতে নিয়ে আসলে দু’পক্ষের মধ্যে ঝামেলা তৈরি হয়। আর ওই নারীর কাছে মোটা অংকের টাকা আছে এই কথা জানতে পেরে মিজানের বাবা পরবিত্তলোভী হাজি তৈয়বুর তাকে পুত্রবধু হিসেবে মেনে নেয়। এতে ঝামেলার তৈরি হলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার শালিস দিলে আমাদের পরিবার থেকে তাকে টাকা দেওয়ার কথা শিকার করে। দুপক্ষের উপস্থিতিতে মিমাংসা করা হয় ওই নারীকে তানজিলার বাবার বাড়ীর টাকায় নির্মিত ঘরে উঠানো যাবেনা এবং তানজিলা ও তার দুই মেয়েকে ঘর সহ ৫ পাঁচ শতাংশ জমি লিখে দিয়ে তার নতুন বিবাহিত নারীকে নিয়ে মিজান অন্য জায়গায় বসবাস করবে। এ কথা উভয় পক্ষ মেনে নিয়ে তানজিলা ও তার মেয়েদের পাঁচ শতাংশ জমি দখল সহ বুঝিয়ে দেয়। মিমাংসিত শালিসে তানজিলা ও তার মেয়েদের ভরনপোষণ দেওয়ার কথা থাকলেও ঠিকভাবে তাদের ভরনপোষণ দিয়ে আসছিল না মিজান। মেয়েদের নিয়ে কোন রকম মানবেতর জীবনযাপন করছিল তানজিলা। হঠাৎ গত ১০ (ফেব্রুয়ারী ) সন্ধা ৫ টার সময় মিজান তার ভগ্নিপতি হাজি মোশাররফ কাজি কথিত স্ত্রী মনি রহমান ও তার বাবা হাজি তৈয়বুর দেশিয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তানজিলার ঘরে প্রবেশ করে। তানজিলা তখন তাদেরকে বলে আপনারা আসছেন আমার ঘরে মহিলাকে কেন নিয়ে আসছেন। এ কথা বলতেই মিজান বলে তোকে খতম করতে আসছি, এ ঘর আমার, আর আমার ঘরে আমি আমার স্ত্রীকে নিয়ে বসবাস করবো, আর তোর যদি থাকতে ইচ্ছা করে তাহলে ৫ (পাঁচ) লক্ষ টাকা নিয়া আয় উপরে রুম করে দিবো সেখানে থাকবি। একথার প্রতি উত্তরে তানজিলা বলে এ ঘর আমার এবং আমার মেয়েদের এখানে আমি বেচে থাকতে কাউকে থাকতে দিবোনা।
এরপরেই মিজান ও হাজি মোশাররফ বলেন, তাহলে মর বলেই এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে ঘারের উপরে কোপ দিতে শুরু করলে তানজিলার হাতে ছুরির কোপ লাগে। এরপর মিজান ও তার কথিত স্ত্রী তানজিলার গলা টিপে ধরে মুখের উপর লাঠি দিয়ে আঘাত করে এতে তার ঠোট কেটে একটি দাঁত ভেঙ্গে যায়। ভিকটিম শক্তি হারিয়ে ফেললে মিজান, মোশাররফ, মনি ও তৈয়বুর তানজিলাকে এলোপাথাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে পিটাতে থাকে। ছুরি দিয়ে ফের আঘাত করলে তার অন্য হাতেও সেই কোপের আঘাত লাগে এর মধ্যে স্থানীয়রা উপস্থিত হলে তারা তাকে ফেলে চলে যায় এবং বলে যদি না মরে আর এই ঘরে আসার চেষ্টা করে তাহলে প্রাণে মেরে ফেলবো।
ভিকটিমের ভাই আবু জাফর জানান, আমরা তাকে নগদ অর্থ প্রদান ছাড়াও বোনের সুখের কথা চিন্তা করে একমাস পর্যন্ত নিজের সংসার ছেড়ে বোনের ঘর নির্মানে কাজ করছি, ওরা নরপিচাশ আজ আমার বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকালে নাম বলতে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দারা জানান, এই হাজি একজন নামের হাজি, টাকার লোভে প্রত্যেক ছেলেকে দুইটি করে বিবাহ দিয়েছেন, আর হাজি হলে হবেকি প্রায় সময় এই মেয়েটার উপর অমানবিক নির্যাতন করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভিকটিমের পরিবার। এ ধরনের কুলাঙ্গারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তার পরিবার। এ বিষয়ে গারুড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইউম খানের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি ভিকটিমের ভাইয়ের মাধ্যমে জানতে পারছি, তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসা করানোর পরামর্শ দেই এবং পরবর্তীতে সুষ্ঠ সমাধানের আশ্বাস দেই।
ভিকটিমের স্বামী মিজানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার দ্বিতীয় পক্ষ অন্য যায়গায় থাকে আমি তাকে কখোনো এখানে রাখবোনা। সে এখানে বেরাতে আসছে। তাছাড়া তার নিজের তিনতলা বাড়ী আছে। আমি মারামারির সময় বাসায় ছিলাম না, আমার দ্বিতীয় পক্ষ বাসার কাজ দেখতে ভিতরে ডুকতে চাইলে বাধা দেয় এতে আমার বাবা এবং ভগ্নিপতির সাথে ধস্তাধস্তিতে আহত হয়।