নিজস্ব প্রতিবেদক ::: ‘সাংবাদিকদের বাপের জুতা পড়া ছবি নিয়ে ফুটবল ফেডারেশন আসতে হবে’ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সভাপতি কাজী সালাউদ্দিনের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ।
এক বিবৃতিতে তারা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে কাজী সালাউদ্দিনকে পদত্যাগের দাবি জানান।