বাবুগঞ্জ প্রতিনিধি ::: বরিশালের বাবুগঞ্জে যুবদলও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যাক্তিগত জমি দখল করে রাতের আঁধারে দোকান ঘর নির্মাণের অভিযোগ করে বক্তব্য দিয়েছে এক পুলিশ কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার মাধবপাশা ইউনিয়নের দারোগারহাট বাজারে।
ঘটনার দিন রাতে দোকান ঘর নির্মানকালে অভিযোগকারীরা বাঁধা দেয় এবং জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে পরিস্থিতি নিযন্ত্রণ করে কাজ বন্ধ করে দেয়। এঘটনায় দুই পক্ষকে নিয়ে এয়ারপোর্ট থানা পুলিশ বসে মিমাংসার আশ্বাস দিয়েছেন।
অভিযোগকারি পুলিশের এসআই কবির হোসেন ও তার ভাই আ. হালিম বলেন, বরিশাল টু স্বরুপকাঠী সড়কের দারোগারহাট বাজারে উত্তর পাশে আমাদের ক্রয়কৃত ব্যক্তিমালিকানা জমিতে দোকন ঘর রয়েছে। সেখানে আমাদের ৫শতাংশ জমি দখল করে আমাদের দোকানের সামনের অংশে কথিত বাজার কমিটির নামে যুবদল ও আওয়ামী লীগের নেতারা দোকান ঘর নির্মাণ করছে।
যুবদল নেতা রিয়াজ হোসেন, আওয়ামী লীগ নেতা দেলোয়ার কাজী, জামাল মাঝি, শাহাদাত হোসেন, দেলোয়ার কাজী, ইমরান সরদারসহ কয়েকজন মিলে ভ্রাম্যমান সবজি বিক্রেতাদের কাছ থেকে টাকা নিয়ে ৫ টি দোকান ঘর অবৈধভাবে উঠিয়ে দেওয়ার পায়তারা করছে।
অভিযুক্ত যুবদল নেতা রিয়াজ বলেন, আমি দারোগার হাট বাজার কমিটির সভাপতি। রাস্তার উপর সবজি বিক্রির কারণে কয়েকটি দূর্ঘটনা ঘটেছে। আমি তাদের কথা চিন্তা করে ও বাজার ব্যবসায়ীদের সাথে আলাপ করে হাটের জমিতে আরচালা ঘর তৈরি করে দিচ্ছি। আমরা কারো জমি দখল করিনি। উল্টো তারা হাটের জমি দখল করে রেখেছে।’
এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, উল্লেখিত বিষয়ে আমি উভয় পক্ষের কাছে শুনেছি। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে বসে মিমাংসা করার পরামর্শ দিয়েছি।