পিরোজপুর প্রতিনিধি :::: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ দেশের সনাতন ধর্মাবলম্বীরা পূজা পালন করতে পারেনি। এমনকি হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবনের ও নারীদের সম্ভ্রমের কোনো নিরাপত্তা ছিল না।
শুক্রবার পিরোজপুরের নাজিরপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এ দেশের হিন্দুদের পূজা পালনে শতভাগ নিরাপত্তা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বার্তা দিয়েছেন- আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে শক্তিশালী প্রহরী হিসাবে প্রতিটি মন্দিরে পাহারা দিতে হবে, যাতে কেউ মন্দিরের কোনো ক্ষতি করতে না পারে।
এ সময় মন্ত্রী উপজেলার ১৩৪টি মন্দিরে পৃথকভাবে সরকারি ও নিজ তহবিল থেকে আর্থিক অনুদান দেন।