বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বোয়ালমারীতে চাইনিজ রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারীতে উঠতি বয়সী ছেলে মেয়ে এবং স্কুলের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি প্রতিদিন আড্ডা দিচ্ছে। এসময়  বিভিন্ন চাইনিজ রেস্তোরাঁয় উঠতি বয়সী ছেলে মেয়ে এবং স্কুলের শিক্ষার্থীদের আড্ডা বন্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দশম শ্রেণির তিন ছাত্রীকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মোশারেফ হোসাইন। এ সময় বোয়ালমারী রেলস্টেশন সড়কে অবস্থিত একটি চাইনিজ রেস্তোরাঁকে ২ হাজার টাকা জরিমানা করেন আদালত।

স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, ক্লাস ফাঁকি দিয়ে চাইনিজ রেস্তোরাঁয় আড্ডা দেওয়া দশম শ্রেণির তিন ছাত্রীকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এ খবর ছড়িয়ে পড়লে অন্য রেস্তোরাঁয় আড্ডা দেওয়া শিক্ষার্থীরা দ্রুত সটকে পড়ে। পরে আটক শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে শিক্ষার্থীদের তাদের হাতে তুলে দেন এবং সন্তানের চলাফেরা ও কাদের সঙ্গে মিশছে সে সম্পর্কে সচেতন থাকার জন্য অনুরোধ জানান নির্বাহী হাকিম।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মোশারেফ হোসাইন বলেন, আমরা প্রাথমিকভাবে শিক্ষার্থী, অভিভাবক ও তাদের সুযোগ সৃষ্টি করে দেওয়া রেস্টুরেন্টের মালিক-কর্মচারীদের সতর্ক করেছি। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে রেস্তোরাঁ বা যেকোনো স্থানে শিক্ষার্থীদের পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp