নিজস্ব প্রতিবেদক ::: পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু পরিবর্তন এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ, যথাযথ পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান ও কৃষি জমিতে জলাবদ্ধতা নিরসন-প্রতিকারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম। অধ্যাপক এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সমন্বয়কারী শুভংকর চক্রবর্তী । এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সুভাস চন্দ্র নিতাই ও উন্নয়ন সংগঠক এস এম শাহাজাদা, সাংবাদিক সুশান্ত ঘোষ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহা প্রমুখ।
লিখিত বক্তব্যে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সমন্বয়কারী শুভংকর চক্রবর্তী বলেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেয়েছে। তন্মধ্যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন এবং ভূমিধসের মাত্রা বৃদ্ধি উল্লেখযোগ্য। চলতি শতকের ২০ বছরে বিশ্বের যে ১০টি দেশ সবচেয়ে বেশি দুর্যোগ-আক্রান্ত হয়েছে, তার মধ্যে বাংলাদেশ নবম। এ সময়ে বাংলাদেশের ১১ কোটি ২০ লাখ মানুষ দুর্যোগের শিকার হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস নদীভাঙ্গন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্র উপকূলে লবণাক্ত পানি প্রবেশের ফলে দেশের বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের (আইডিএমসি) গ্লোবাল রিপোর্ট অন ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ২০২৩ শীর্ষক প্রতিবেদনের তথ্যমতে, ২০২২ সালে বাংলাদেশে উদ্বাস্তু হয়েছে ১৫ লাখ ২৪ হাজার জন। বাংলাদেশ একটি আর্থ-সামাজিক বাস্তবতার দেশ। যেখানে রয়েছে এক বিশাল দক্ষ ও আধাদক্ষ কর্মক্ষম জনগোষ্ঠী। প্রাকৃতিক স¤পদ ও ভূমির তুলনায় জনঘনত্ব অধিক। তথাপি বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন একটি বহুল আলোচিত বিষয়। বিগত দুই দশকে জিডিপি প্রবৃদ্ধিসহ অর্থনৈতিক উন্নয়নের প্রায় সব সূচকেই বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃত লাভ করে। বর্তমান সময়ে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের জন্য উল্লেখযোগ্য নগরায়ণ, শিল্পায়ন ও উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন চলছে। এইসব উন্নয়নের ফলে যেমন দেশের অর্থনীতি গতিশীল হয়, তার সাথে সাথে কিছু পরিবারের বসতি ও কর্মসংস্থানের পরিবর্তন ঘটে এবং পরিবেশ, জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এইসব উন্নয়নমূলক কার্যক্রমসহ প্রাকৃতিক দুর্যোগ এবং জমির শ্রেণি পরিবর্তনের ফলে, কিছু পরিবার স্বেচ্ছায় তাদের চলমান জীবন-জীবিকার ত্যাগ স্বীকার করে। অধিকাংশ ক্ষেত্রে তাদের জীবন-জীবিকা, সামাজিক ও মনস্তাত্বিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে। কৃষি শুমারি ২০১৯ এর প্রাথমিক রিপোর্ট অনুসারে সারাদেশে ১১ দশমিক ৩৪ ভাগ খানা স¤পূর্ণভাবে ভূমিহীন , তাদের দাঁড়াবার মত নিজস্ব কোন ভূমি নাই। তারা অন্যের জমিতে, খাস জমি এবং সরকারের বিভিন্ন দপ্তরের পতিত জমিতে বসবাস করে। ভূমিহীনতা ও ভূমি ব্যবহারের নীতিমালা বহির্ভূত ব্যবহারের ফলে কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের কর্মসংস্থান দিনে দিনে হ্রাস পাচ্ছে আবার দেশের খাদ্য নিরাপত্তার উপরও বিরূপ প্রভাব বিস্তার করছে। সরকারের খাসজমি বন্দোবস্ত নীতিমালা অনুসারে বিভিন্ন জেলায় উদ্বাস্তু ও ভূমিহীনদের যে পরিমাণ বরাদ্দ দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় কম। টেকসই ও স্থায়িত্বশীল উন্নয়নের জন্য এটা ইতিবাচক লক্ষণ নয়। বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কলাপাড়া উপজেলা। সাগর তীরবর্তী দক্ষিণের জনপদ পর্যটন সমৃদ্ধ কলাপাড়া উপজেলায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত। জলবায়ু পরিবর্তনের কারণে নদী ভাঙন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্র উপকূলে লবণাক্ত পানি প্রবেশ পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ফলে কলাপাড়া উপজেলায় বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় সরকার বাস্তবায়ন করছে বড় বড় উন্নয়ন প্রকল্প। এসব উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়েছে হাজার হাজার একর ফসলি জমি এবং হাজার হাজার পরিবারের বসতবাড়ি। বিগত দশ বছরে চলমান এই অধিগ্রহণ প্রক্রিয়া নিয়ে মানুষের ভোগান্তির শেষ নেই। অধিগ্রহণকৃত জমির মূল্য এবং ক্ষতিপূরণ অনিশ্চয়তা ছাড়াও আছে দালাল ও কিছু সংখ্যক কর্মকর্তার উৎপাত। সম্প্রতি ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো কর্তৃক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ ক্ষতিপূরণের টাকা পাওয়ার দাবিতে বালিয়াতলী ইউপি’র চর বালিয়াতলী মৌজার বাসিন্দারা মানববন্ধন করেন। দালালের সহায়তায় প্রকৃত জমির মালিকের বিরুদ্ধে ঠুকে দেওয়া হয় মামলা। অনেক জমির মালিকের ক্ষতিপূরণের টাকা আটকে গেছে এমন ভুয়া মামলায়। এতে মিলছে না ক্ষতিপূরণ, ঠাঁই হচ্ছে না পুনর্বাসন কেন্দ্রে। আশ্রয়ের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হয়েছে বহু পরিবারকে। আবার অনেককে পুনর্বাসন করা হলেও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। কৃষক ও জেলে পরিবার হঠাৎ হারিয়েছে মাছ ধরার জলাশয় এবং কৃষিজমি। তাঁরা এখন বেকার। কলাপাড়ায় মেগা প্রকল্পের কারণে ইলিশ প্রজননসহ প্রাণ-প্রকৃতিরও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইনদের ২৩৯ বছরের পুরোনো ছয়ানীপাড়া পুরোপুরি নিশ্চিহ্ন হয়েছে।
অধিগ্রহণের আওতায় গ্রামের পর গ্রাম : সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য বলছে, পায়রা সমুদ্রবন্দরের জন্য অধিগ্রহণ করা হয়েছে ৬,৫৬২.২৭ একর জমি। পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৯৮২.৭৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র (আরএনপিএল) কেন্দ্রের জন্য অধিগ্রহণকৃত জমির পরিমাণ ৯১৫.৭৪ একর। পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট সুপারথার্মাল বিদ্যুৎ কেন্দ্র (আশুগঞ্জ) নির্মাণের জন্য ৯২৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বানৌজা শেরেবাংলা নৌঘাঁটি নির্মাণের জন্য প্রথম পর্যায়ে লালুয়া ইউনিয়নের ২০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। পরবর্তীতে পার্শ্ববর্তী আরও ৬২০ একর জমির অধিগ্রহণ প্রক্রিয়া চলমান। এই মেগা প্রকল্পগুলো প্রায় সাড়ে নয় হাজার একর জমি অধিগ্রহণ করেছে। পুনর্বাসন: পায়রা বন্দর কর্তৃপক্ষের অগ্রগতি রিপোর্ট অনুসারে বন্দরের জমি অধিগ্রহণের ফলে সর্বমোট ক্ষতিগ্রস্ত পরিবার ৪,২০০ টি। বাড়ি-ঘর অধিগ্রহণের আওতায় আসার কারনে পুনর্বাসন করা হচ্ছে ৩,৪২৩ টি পরিবার। এখন পর্যন্ত পুনর্বাসিত হয়েছে ১,৫০০-এর মতো পরিবার। পুনর্বাসন প্রক্রিয়া চলমান আছে। পাশাপাশি পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত ১৩০টি পরিবারকে স্বপ্নের ঠিকানা নামক পুনর্বাসন কেন্দ্রে পুনর্বাসিত করা হয়েছে কিন্তু এখনও জমির দলিল হস্তান্তর করা হয়নি। পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র (আরএনপিএল) এর পুনর্বাসনের তালিকা অনুসারে ক্ষতিগ্রস্ত পরিবার ২৮১টি। ‘আনন্দপল্লী’ এবং ‘স্বপ্ননীড়’ নামে দুইটি পুনর্বাসন কেন্দ্রের নির্মাণ কাজ শেষ করা হলেও এখনো হস্তান্তর করা হয়নি। একইসাথে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট সুপারথার্মাল বিদ্যুৎ কেন্দ্র (আশুগঞ্জ) নির্মাণের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৮০টি পরিবারকে পুনর্বাসন তালিকায় আনা হয়েছে। পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ চলছে খুবই ধীর গতিতে। একইসাথে বানৌজা শেরেবাংলা নৌঘাঁটি নির্মাণের জন্য প্রথম পর্যায়ে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা হয়নি। পরবর্তীতে পার্শ্ববর্তী আরও ৬২০ একর জমির অধিগ্রহণ প্রক্রিয়া চলমান। যেখানে ক্ষতিগ্রস্থরা পুনর্বাসন না পাওয়ার আতংকে রয়েছে। এসকল মেগা প্রকল্পের ফলে কাগজ কলমে ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার। তাছাড়াও এসকল এলাকায় সরকারী খাস জমি, পতিত জমি এবং অন্যের জমিতে এমন অসংখ্য পরিবারের বসবাস ছিল যারা কোনভাবেই পুনর্বাসনের আওতায় আসেনি। দালাল চক্র এবং মামলার হয়রানি: ভূমি অধিগ্রহণ ঘিরে কলাপাড়ায় সক্রিয় এক শ্রেণির দালাল চক্র। তাঁরা ইউনিয়ন ভূমি অফিস ও জেলা প্রশাসনের কিছু কর্মকর্তাকে হাত করে অসাধু কর্মকা- চালাচ্ছেন। মিথ্যা অভিযোগ ও কাল্পনিক মামলার কারণে অধিগ্রহণ করা জমি মালিকরা হয়রানির শিকার হচ্ছেন। সময়মতো তাঁরা ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন না। এসব গ্রামে শত শত দালাল কাজ করছে। তারা ইউনিয়ন ভূমি অফিসের সঙ্গে সংযোগ রেখে নানা তথ্য সংগ্রহ করে। সে অনুযায়ী ক্ষতিগ্রস্ত জমির মালিকের বিরুদ্ধে ওয়ারিশ দাবি করে মিথ্যা মামলা ঠুকে দেওয়া হয়। ক্ষতিপূরণের টাকা পেতে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট শাখা কর্মকর্তাদের ব্যবহার করেন দালালরা। একই জমির একাধিক ব্যক্তিমালিকানা দাবি করে অধিগ্রহণ শাখায় অনাপত্তি কিংবা আদালতে মামলা করার পর পুরো কার্যক্রমটি স্থবির হয়ে যায়। মামলার কারণে সঠিক মালিকানা চিহ্নিত হওয়ার পরও অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় না। ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অভিযোগ, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না। দালালদের তৎপরতা ও মামলার কারণে সরকারের কাছ থেকে প্রাপ্য টাকা যেমন পাচ্ছেন না, তেমনি তাঁদের মিলছে আবাসনও। পুনর্বাসন না করেই উচ্ছেদ : এই সকল প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের বাড়িঘর নিয়ে বিভিন্ন বেড়িবাঁধে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র (আরএনপিএল) এর জমি থেকে ক্ষতিগ্রস্থদের উচ্ছেদ করা হয় তিন বছর আগে কিন্তু এখনো তাদের পুনর্বাসন কেন্দ্রের ঘর বুঝিয়ে দেওয়া হয়নি। সর্বশেষ আশুগঞ্জ পাওয়ার স্টেশন কো¤পানি লিঃ গত মার্চ মাসে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের কোন ব্যবস্থা না করে জোর পূর্বক উচ্ছেদ করে জমি দখলে নেয়। ফলে বিপাকে পড়ে দেড় শতাধিক কৃষক-জেলে পরিবার। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দেবপুর বেড়িবাঁধের ঢালে, বিভিন্ন সড়কের ঢালে, সরকারী খাস জমিতে আশ্রয় নিয়েছে। হুমকিতে প্রাণ-প্রকৃতি, ইলিশ ও কৃষি : ইলিশের বড় আশ্রয়স্থল পটুয়াখালী উপকূলের আন্ধারমানিক, পায়রা ও রামনাবাদ নদী। তবে ওই অঞ্চল ঘিরে বড় বড় প্রকল্পের কারণে ইলিশের বসতি ঝুঁকিতে পড়েছে। বিদ্যুৎকেন্দ্রের কারণে ইলিশের অন্যতম গুরুত্বপূর্ণ অভয়ারণ্য রামনাবাদ, আন্ধারমানিক ও টিয়াখালী নদীর পানি ও মাটিদূষণ মাঝারি থেকে উচ্চ ঝুঁকিতে রয়েছে। ওই এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থাও নাজুক পরিস্থিতিতে রয়েছে। ইলিশ খুব দূষণ সংবেদনশীল। তাই বিদ্যুৎকেন্দ্রসহ যে-সব অবকাঠামো নির্মিত হয়েছে বা হচ্ছে, এর প্রভাব অবশ্যই ইলিশের ওপর পড়ছে। একইসাথে প্রকল্প ঘিরে নদীগুলোতে বেড়েছে জাহাজ চলাচল। নদীতে পড়ছে গরম পানি ও বর্জ্য। অন্যদিকে সকল প্রকল্পের অধিকাংশ জমি কৃষি জমি। অধিগ্রহণের ফলে কৃষিজমির পরিমাণ কমেছে। ধানখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা জানান পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের ফলে স্থায়ী জলাবদ্ধতা স্থায়ী হয়েছে ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। মৌসুমী কৃষি শ্রমিক কাজ হারিয়েছেন। কৃষি বৈচিত্র, কৃষি উৎপাদন হ্রাস পেয়েছে। হাঁস মুরগী লালন পালনের মাধ্যমে নারীদের স্বাবলম্বী হওয়ার পথ রূদ্ধ হচ্ছে। কৃষি ক্ষেত্রে এই পরিবর্তনের মোকাবেলায় কৃষি বিভাগ কোন উদ্যোগ গ্রহণ করেনি। একইভাবে বাড়ির আঙিনায় মৌসুমী সবজি চাষ থেকেও নারীরা বঞ্চিত হচ্ছে। ফলে মৌসুমী নারী শ্রমিকরা পেশা হারিয়ে অন্য পেশার যেতে বাধ্য হচ্ছেন। আবার কেউ কেউ জীবিকার তাগিদে শহরে বস্তি জীবনে প্রবেশ করেছে। সম্প্রতি চ¤পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট সুপারথার্মাল বিদ্যুৎ কেন্দ্র (আশুগঞ্জ) এর জমি ভরাটের কাজ করার জন্য দেবপুর খালের উপর একটা বাঁধ দিয়ে রাস্তা নির্মান করা হয়েছে। পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র (আরএনপিএল) নির্মাণ কাজের জন্য ফুলতলী বাজার এলাকায় ভারানী খাল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও অসংখ্য ছোট ছোট খাল ও জলাশয় ধ্বংস হয়ে গেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। গত বছর মে মাসে ওয়াটার কিপারস বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় নির্মাণাধীন আশুগঞ্জ বিদ্যুৎ প্রকল্প এলাকায় জমির ক্ষতিপূরণ পেতে দালালদের সর্বনি¤œ ৪৪ হাজার ৮০০ টাকা থেকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হয়। এই প্রতিবেদনের জরিপে ৭৯ শতাংশ বায়ুদূষণ, ১০০ শতাংশ বাতাসে ধোঁয়া ও কার্বন গ্যাস বাড়ার শঙ্কা, ৭৮ শতাংশের তাপমাত্রা বাড়ার শঙ্কা, ৯৩ শতাংশের আবহাওয়া ও জলবায়ুর ব্যাপারে উদ্বেগ এবং ১০০ শতাংশই ইলিশের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করেছেন। এ ছাড়া ৭০ শতাংশ মানুষ জীবিকা হারানোর ফলে জীবনমান কমে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন। ৬০ শতাংশ মানুষ সামাজিক নিরাপত্তার অভাব বোধ করছেন, ৭৯ শতাংশ স্বাস্থ্য বিপর্যয়ের শঙ্কার কথা জানিয়েছেন এবং ৬৯ শতাংশ শব্দদূষণ বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।জমির অপরিকল্পিত ব্যবহার রোধ ও ভূমিহীন হওয়ার প্রক্রিয়া বন্ধ করতে না পারলে ভূমিহীনের সংখ্যা কমানো সম্ভব নয়। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে জনস্বার্থ বিবেচ্য বিষয় থাকে। অথচ কলাপাড়ায় একটি বৃহৎ জনগোষ্ঠীকে ক্ষতির মুখে ফেলে জনস্বার্থের ধারণা প্রতিষ্ঠা করা যায় না। অধিগ্রহণের ফলে ভূমি মালিকরা বিভিন্নভাবে ক্ষতির শিকার হচ্ছেন, এটা অস্বীকার করার উপায় নেই। তাঁরা যাতে সহজে ক্ষতিপূরণের টাকা পেতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ অতি জরুরি। ক্ষতিগ্রস্তদের জন্য দরকার বিকল্প কর্মসংস্থান। প্রয়োজনে পুরোনো অনেক আইনকানুন-বিধি পরিবর্তন কিংবা পরিমার্জনের করা যেতে পারে। দেশের জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ কম বিধায় ভূমি ব্যবহার নীতিমালা এবং খাসজমি ব্যবস্থাপনা নীতিমালা কঠোরভাবে পালন হওয়া বাঞ্ছনীয়। তার জন্য সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা আবশ্যক। এই পরিস্থিতিতে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের পক্ষে থেকে আমরা দাবি জানাচ্ছি, কলাপাড়ায় জলবায়ুর পরিবর্তন এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ, যথাযথ পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। সেই সাথে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করে না এমন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হোক। সর্বোপরি উন্নয়ন প্রকল্প গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমীক্ষা পরিচালনা করে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হোক।