বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত করতে দুঃশাসন বিদায় দিতে হবে : গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক ::: সরকার ও শাসনব্যবস্থা বদলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গনতন্ত্র মঞ্চ বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের বরিশাল জেলা সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও মঞ্চের বর্তমান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাস্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ।

সভা পরিচালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার আহ্বায়ক হারুনুর রশিদ মাহমুদ ও ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি সাকিবুল ইসলাম সাফিন।

সভায় নেতারা বলেন, ধারাবাহিক ফ্যাসিবাদী দুঃশাসন দেশকে মাফিয়া দূর্বৃত্তদের অভয়ারণ্যে পরিনত করেছে। দেশে এদের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছে। দুর্নীতির অভিযোগ সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, সাবেক পুলিশ প্রধানের অবৈধ ঘোষণা সম্পদ ক্রোকের ঘটনা, চোরাচালানের ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে ভারতে সরকার দলীয় এমপির নৃশংস হত্যাকাণ্ড নজিরবিহীন অনাচার এবং দূর্নীতি দুর্বৃত্তায়নের খন্ডাংশ মাত্র। দেশে কি ধরনের স্বেচ্ছাচারীতা চলছে এসব ঘটনা তার সামান্য নজির মাত্র।

বক্তারা বলেন, সরকারের নীতি নির্ধারকেরা পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলার কথা বলে বাস্তবে ভারতের চরম হিন্দুত্ববাদী মোদি সরকারের সাথে এক অশুভ আঁতাত গড়ে তুলেছে এবং দেশকে বিপদের মুখে নিক্ষেপ করেছে। তারা বলেন, কর্তৃত্ববাদী শাসন দেশকে নৈরাজ্যের পথে গভীর অনিশ্চয়তায় নিপতিত করেছে। এ দেশের জনগণ কোন শক্তির আধিপত্য ও দখলদারিত্ব বরদাস্ত করবেনা।

নেতারা বলেন, দেশে ভোটাধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে বিদ্যমান দুঃশাসন বিদায় দিতে হবে।এই লক্ষে তারা রাজপথে ঐক্যবদ্ধ গণআন্দোলন জোরদার করার উদাত্ত আহ্বান জানান।

প্রতিনিধি সভায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলার পক্ষ থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব সোহরাব হোসেন, ডা. মিজানুর রহমান, ইকবাল খান জাহিদ আরিফুর রহমান মিরাজ, শওকত হোসেন খান বাদল, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাবু, সমীরণ হালদার, খলিলুর রহমান খলিল, অ্যাডভোকেট নজরুল ইসলাম নাহিদ, সোহেল সিকদার, মোস্তাফিজুর রহমান মিশুক, সাইদুল ইসলাম, হাসিব আহমেদ প্রমুখ।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp