বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

ভোলা প্রতিনিধি ::: ভোলার মনপুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার দুপুর ১টা থেকে অভিযান চালিয়ে ঢাকাগামী লঞ্চে ২টি মাছের ঝুড়ি তল্লাশি করে এসব জাটকা জব্দ করা হয়।

মনপুরা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার শেখ শাহ আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে সমন্বয় করে স্থানীয় মসজিদ, এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়।

কোস্টগার্ডের মনপুরা কন্টিনজেন্ট কমান্ডার শেখ শাহ আলম জানান, একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকাগামী লঞ্চে থাকা ২টি ইলিশের ঝুড়ি তল্লাশি করে ৩৮০ কেজি জাটকা জব্দ করা হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp