ভোলা প্রতিনিধি ::: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ২নং ওয়ার্ডের মুন্সি বাড়ীতে সুপারি পাড়াকে কেন্দ্র করে ঝর্ণা নামের এক গৃহবধূকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
বুধবার (২১ সেপ্টেম্বর) পূর্ব ইলিশা মুন্সি বাড়ীতে এই ঘটনা ঘটে। বর্তমানে আহত ঝর্ণা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
হামলাকারী আকতার হোসেন ওই এলাকার আলমগীর হোসেনের পুত্র।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা গেঞ্জি গায়ে প্যান্ট পরা এই যুবক হঠাৎ এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আরেক নারীকে চুল ধরে কিল ঘুষি দিচ্ছে। এক পর্যায়ে ওই নারী মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় হামলাকারী যুবকের সাথে আরো কয়েকজন ছিলো তবে তাদের হামলা করতে দেখা যাইনি।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পরিদর্শন করেছেন বলে জানা গেছে। এই ঘটনায় অভিযুক্ত আকতার হোসেন এর বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও সম্ভব হয়নি।