বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ভোলায় ম*হি*লা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ওপর হা*ম*লা, আটক ৩

ভোলা প্রতিনিধি ::: ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কহিনুর বেগম শীলার ওপর হামলা করেছে প্রতিপক্ষরা। পরে তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষ প্রার্থী ফাতেমা বেগম সাজুর ছেলেদের বিরুদ্ধে অভিযোগ তারা। কহিনুর বেগম থানায় মামলা করলে সাজুর ছেলেসহ তিনজনকে আটক করে পুলিশ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তার ওপর হামলা করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ব্যক্তিগত কাজ শেষে উপজেলা সদর থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী কহিনুর বেগম শিলা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ি এলাকার রাজ্জাক মেলেটারীর বাড়ি সামনে তার ওপর হামলা করা হয়।

কোহিনুর বেগম শীলা বলেন, ‘প্রতিপক্ষ ফাতেমা বেগম সাজুর ছেলে সোহাগ ও সবুজসহ ৮-১০ জনে মিলে আমার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধর করে আমাকে গুরুতর জখম করে। আমার ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে আনে।’

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হক জানান, ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনুর বেগম শিলা হয়ে আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp