মঠবাড়িয়া প্রতিনিধি :: বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কেক কেটে কর্মসূচি শুরু করেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিকাল ৪ টায় আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজার সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, যুবলীগ নেতা জুলহাস শাহিন, আলাউদ্দিন আল আজাদ, শফিক ফরাজি, ছাললীগ নেতা তুষার আহমেদ মিলন, সোহেল শেখ, রাসেল জোমাদ্দার, উপজেলার বিভিন্ন কলেজ ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ।