বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মহানগর আওয়ামী লীগের মধ্যে কোন বিভক্তি নেই : মেয়র সাদিক

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করা হবে। অগতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করা হবে না। সকল প্রস্তুতি সম্পন্ন শেষ হয়েছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বরিশাল মহানগর আওয়ামী লীগের মধ্যে কোন বিভক্তি নেই। সম্মেলনে ৩০ হাজারের মত কর্মী ও সমর্থক উপস্থিত থাকার সম্ভবনা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মেয়র বলেন, কাজ করতে কোন পদ পদবী লাগে না। যদি কাউন্সিলরা চায় তা হলে আমি প্রার্থী হব।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষে শনিবার বিকালে বঙ্গবন্ধু উদ্যানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামীকাল সকালে বঙ্গবন্ধু উদ্যানে মহানগর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, অ্যাড. আফজালুল করিম, গাজী নঈমুল ইসলঅম লিটু, সাইদুর রহমান রিন্টু, ব্যারিস্টার তৌহিদুল রহমান সুজন, অ্যাড. কে বি এস আহমেদ কবির প্রমুখ।

বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও মোঃ আবদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ এমপি সহ কেন্দ্রীয নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

 

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp