স্টাফ রিপোর্টার ::: বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সদস্য হলেন তামিম মাহামুদ ও আনিছুর রহমান। বরিশাল থেকে প্রকাশিত দৈনিক প্রথম সকাল পত্রিকায় স্টাফ রিপোর্টার পদে কর্মরত রয়েছেন তামিম মাহামুদ। অন্যদিকে আনিছুর রহমান দৈনিক তারুণ্যের বার্তা পত্রিকায় স্টাফ রিপোর্টার পদে কর্মরত রয়েছেন।
আজ বুধবার দুপুরে সংগঠনের সভাপতি শিকদার মাহাবুব, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, ১নং কার্যকরী সদস্য বিপ্লব আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে তাদের সদস্য পদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে প্রথম সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার তামিম মাহমুদ বলেন, বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সদস্য হওয়ায় আমি খুব আনন্দিত। পাশাপাশি সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তারুণ্যের বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আনিছুর রহমান বলেন, সংগঠনের সদস্য করায় আমি নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ। আমি যেন সর্বদা সংগঠনের নিয়মকানুন মেনে চলতে পারি।’