মনির দেওয়ান, মেহেন্দিগঞ্জ :: দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মৎস্যজীবীদের মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত কৃষি অফিসের হলরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা এস এম মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, জেলা ইলিশ প্রকল্পের মোঃ হাসান। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২৫ জন মৎস্যজীবী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বলে জানানো উপজেলা মৎস্য কর্মকর্তা।